Walton Smart TV |
আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহল Walton smart tv(WE326DH-S) এর CEC বা Consumer Electronics Control. Walton smart tv এর সাথে যে সকল ডিভাইস HDMI cable এর মাধ্যমে কানেক্ট করা থাকে এবং সেই ডিভাইস যদি রিমোট কন্টোলিং ডিভাইস হয়, তাহলে দুইটা রিমোট ব্যবহার না করে একটি মাত্র রিমোট দিয়ে অথাৎ টিভির রিমোট দিয়ে অন্য যে ডিভাইস কানেক্ট করা আছে তাকে কন্টোল করা যায়। এতে করে বার বার রিমোট চেঞ্জ করার প্রয়োজন হয় না।
বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি। ধরেন আপনার বাসায় একটি Satellite TV box ache. এই টিভি বক্সটি যদি HDMI Cable দিয়া কানেক্ট করা থাকে Walton Smart TV এর সাথে।Satellite টিভি বক্স এর চ্যনেল Change করার জন্য আপনাকে এর রিমোট দিয়ে চ্যনেল change করতে হবে।কিন্তু যদি CEC অপশন অন করা থাকে তাহলে আপনার দুইটা রিমোট ব্যবহার না করে একটি শুধু টিভির রিমোট ব্যবহার করলেই হবে। নিচে ভিডিও লিং দেয়া আছে তার পর ও যদি না বুঝেন কমেন্ট এ জানাবেন......
Vai amar walton Smart tv but eshareserver ta nai so ami ki vabe esharesever ta download korbo
ReplyDelete