Tuesday, 16 January 2018

How to install WALTON SMART TV EShare in your mobile

Eshare
এখন মুঠোফোনের কল্যাণে জাতীয় কবির সেই কথাটি সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়েছে। আজকাল ছেলে-বুড়ো সবার হাতে হাতে স্মার্টফোন, প্রতিদিন সেই স্মার্টফোন ব্যবহারের জন্য হাজার হাজার অসাধারণ সব অ্যাপস তৈরি হচ্ছে। শিল্পী সত্তার বিকাশ, বিচিত্র সব বিষয়ে জানা, বুদ্বির ব্যায়াম, খেলাধুলা সহ জীবনের অসংখ্য আয়োজনে জড়িয়ে গেছে অ্যাপস গুলো।

দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ তাদের স্মার্টফোন ক্ল্যাশ অফ ক্ল্যানস টাইপ গেম খেলা আর জায়গায় বেজায়গায় সেলফি তোলা ছাড়া তেমন কোন কাজে লাগায় না আপনার পকেটে ছোট্ট এই যন্ত্রটি নিয়ে ঘু্রছেন সারাদিন, এই জিনিসটি দিয়ে কতো বিচিত্র সব কাজ করা যায় এমনকি একেবারে ছোটখাটো একটি বিপ্লব ঘটিয়ে ফেলা যায় সেটি কি আপনার মাথায় এসেছে কখনো? চলেন, আজ জেনে নেওয়া যাক একটি অসাধারণ অ্যাপসের ব্যাপারে! 
 


আজ আমি আপনাদের যে অ্যাপটির কথা বলব তা হল Eshare. এই Eshare ব্যবহার করে Walton Smart টিভিকে খুব সহজে কন্টোল করা যায়। আপনি যেমন আপনার মোবাইল এর অডিও, ভিডিও, ছবি, বই, গেইম সব কিছু শেয়ার করতে পারেন খুব সহজে। এর জন্য লাগবে না কোন USB ক্যাবল এবং Internet connection. আপনাকে আর বার বার রিমোটের ব্যাটারি কিনার ঝামেলা পুহাতে হবে না। আপনার বাড়িতে যত গুলো Android মোবাইল আছে সব গুলো একসাথে কানেক্ট করে রাখতে পারবেন।  সব গুলো থেকে কন্টোল করতে পারবেন। 

এখন জানাব কিভাবে এই অ্যাপটি আপনার মোবাইল এ Install করবেন। লিংক থেকে অ্যাপটি Download করুন অথবা Walton Smart টিভির Eshare টি open করুন। সেখান থেকে আপনি Download লিংক পাবেন। তারপর অ্যাপটি মোবাইল এ Install করুন। কিভাবে মোবাইলে Install করবেন তার একটি ভিডিও নিচে দেওয়া হল। না বুজলে জানাবেন...... 



No comments:

Post a Comment