CRT টিভির দিন শেষ। বর্তমানে বাজার যাচাই করলে দেখা যায় সব টিভি হল LED টিভি। LED টিভির আপডেট ভার্সন হল SMART LED TV । এই SMART LED TV এর সব ধরনের ফিচার প্রব্লেম ও সল্যুশন নিয়ে আমি আপনাদের পাশে থাকব।
Tuesday, 9 January 2018
ওয়াল্টন স্মার্ট টিভি Eshare কিভাবে ব্যাবহার করতে পারি
ওয়াল্টন স্মার্ট টিভির একটি জনপ্রিয় ফিচার হল Eshare বা স্মার্ট ফোনের মাধ্যমে টিভিকে কন্টোল করা । ওয়াল্টন স্মার্ট টিভিতে আমারা কি ভাবে Eshare use করতে পারি তার একটি নমুনা নিচের ভিডিওতে দেওয়া হল । Eshare Connect করার জন্য আপনার কোন Wifi লাগবে না। আপনার টিভি থেকে hotspot তৈরী করে সংযোগ করতে পারেন। আপনার মোবাইল এ অবশ্যয় Eshare অ্যাপ install থাকতে হবে। Eshare অ্যাপ টি Download করার জন্য আপনার ওয়াল্টন স্মার্ট টিভি তে Eshare অ্যাপ টি open করলে একটি QR code দেখাবে যা আপনি viber অথবা QR code scanner এর মাধ্যমে scan করে সেই লিং থেকে download করতে পারেন। অথবা যে লিং টি দেয়া আছে সেই লিংটি কপি করে borwser এর মাধ্যমে download করতে পারেন। কিছু বোঝতে না পারলে অব্যশয় Comments এ জানাবেন.....।
No comments:
Post a Comment