প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে (পর্ব-১)
গ্রাহক পযায়ে বিদ্যুৎ এর দাম আবার বাড়িয়েছে সরকার, এর ফলে আবার বাড়তি টাকা গুনতে হবে ভোক্তাদের। এই দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ হার আগামী ডিসেম্বর থেকে কাযকর হবে বলে বি ই আর সি জানিয়েছে।
সাধারণ মানুষ, ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে গ্রাহক পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়াল সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর অষ্টম দফায় বাড়ানো হল বিদ্যুতের দাম। এবার দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।
এভাবে আর কত দিন আমরা বেশি বেশি বিদ্যুৎ বিল দেব, এর কি কোন সমধান নেই। আজ আমি আপনাদের সাথে একটি ডিভাইস নিয়ে কথা বলব। যা কিনা আপনার বিদ্যুৎ বিল কে ২৫% পযন্ত কমিয়ে দিতে সক্ষম। আগের দিনে আমরা যেমন CFL ভাল্প বা লাল আলোর লাইট গুলো ব্যবহার করতাম। বিদ্যুৎ বিল অনেক বেশি আসত। এখন LED ভাল্প ব্যবহার এর মাধ্যমে তা কমিয়ে আনা সম্বব হয়েছে। তেমনি এই ডিভাইস ব্যবহার এর মাধ্যমে আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মোটর, ফ্রিজ, ফ্যান এর বিদ্যুৎ বিল ২৫% কমিয়ে আনা সম্বব। Electricity Bill Saver টি মোটর, এয়ার কন্ডিশন, ফ্রিজ, কম্পিউটার প্রভৃতির মাধ্যমে যে পাওয়ার লস হয় তা কমিয়ে আনার জন্য উন্নত কম্পোনেন্ট এবং অভিনব ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়ছে যা সহজে ব্যবহার করা যায়। শুধু সকেট এ লাগিয়ে রাখলেই হবে। এটি আপনার প্রটিষ্ঠান বা বাসার ভোল্টেজ কে স্থীর রাখে, দক্ষতা কে বৃদ্ধি করে এবং পাওয়ার ফ্যাক্টর কে Adjust করে প্রতিমাসে ২৫% বিদ্যুৎ বিল কমিয়ে দেয়।
নোটঃ ঘর, বাংলো, অ্যাপার্টমেন্ট, দোকান, রেস্টুরেন্ট, অফিস, হোটেল, কলেজ, সাইবার ক্যাফে, ছোট কারখানা ইত্যাদির জন্য উপযুক্ত এই Electricity Bill Saver.
সাধারণ মানুষ, ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে গ্রাহক পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়াল সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর অষ্টম দফায় বাড়ানো হল বিদ্যুতের দাম। এবার দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।
এভাবে আর কত দিন আমরা বেশি বেশি বিদ্যুৎ বিল দেব, এর কি কোন সমধান নেই। আজ আমি আপনাদের সাথে একটি ডিভাইস নিয়ে কথা বলব। যা কিনা আপনার বিদ্যুৎ বিল কে ২৫% পযন্ত কমিয়ে দিতে সক্ষম। আগের দিনে আমরা যেমন CFL ভাল্প বা লাল আলোর লাইট গুলো ব্যবহার করতাম। বিদ্যুৎ বিল অনেক বেশি আসত। এখন LED ভাল্প ব্যবহার এর মাধ্যমে তা কমিয়ে আনা সম্বব হয়েছে। তেমনি এই ডিভাইস ব্যবহার এর মাধ্যমে আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মোটর, ফ্রিজ, ফ্যান এর বিদ্যুৎ বিল ২৫% কমিয়ে আনা সম্বব। Electricity Bill Saver টি মোটর, এয়ার কন্ডিশন, ফ্রিজ, কম্পিউটার প্রভৃতির মাধ্যমে যে পাওয়ার লস হয় তা কমিয়ে আনার জন্য উন্নত কম্পোনেন্ট এবং অভিনব ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়ছে যা সহজে ব্যবহার করা যায়। শুধু সকেট এ লাগিয়ে রাখলেই হবে। এটি আপনার প্রটিষ্ঠান বা বাসার ভোল্টেজ কে স্থীর রাখে, দক্ষতা কে বৃদ্ধি করে এবং পাওয়ার ফ্যাক্টর কে Adjust করে প্রতিমাসে ২৫% বিদ্যুৎ বিল কমিয়ে দেয়।
নোটঃ ঘর, বাংলো, অ্যাপার্টমেন্ট, দোকান, রেস্টুরেন্ট, অফিস, হোটেল, কলেজ, সাইবার ক্যাফে, ছোট কারখানা ইত্যাদির জন্য উপযুক্ত এই Electricity Bill Saver.