Showing posts with label slider. Show all posts
Showing posts with label slider. Show all posts

Thursday, 15 February 2018

How to save electricity bill in your shop / home

প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে  (পর্ব-১)
 গ্রাহক পযায়ে বিদ্যুৎ এর দাম আবার বাড়িয়েছে সরকার, এর ফলে আবার বাড়তি টাকা গুনতে হবে ভোক্তাদের। এই দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ হার আগামী ডিসেম্বর থেকে কাযকর হবে বলে বি ই আর সি জানিয়েছে। 


সাধারণ মানুষ, ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে গ্রাহক পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়াল সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর অষ্টম দফায় বাড়ানো হল বিদ্যুতের দাম। এবার দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।

এভাবে আর কত দিন আমরা বেশি বেশি  বিদ্যুৎ বিল দেব, এর কি কোন সমধান নেই। আজ আমি আপনাদের সাথে একটি ডিভাইস নিয়ে কথা বলব। যা কিনা আপনার বিদ্যুৎ বিল কে ২৫% পযন্ত কমিয়ে দিতে সক্ষম।  আগের দিনে আমরা যেমন CFL ভাল্প বা লাল আলোর লাইট গুলো ব্যবহার করতাম। বিদ্যুৎ বিল অনেক বেশি আসত। এখন LED ভাল্প ব্যবহার এর মাধ্যমে তা কমিয়ে আনা সম্বব হয়েছে। তেমনি এই ডিভাইস ব্যবহার এর মাধ্যমে আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মোটর, ফ্রিজ, ফ্যান এর বিদ্যুৎ বিল ২৫% কমিয়ে আনা সম্বব। Electricity Bill Saver টি মোটর, এয়ার কন্ডিশন, ফ্রিজ, কম্পিউটার প্রভৃতি মাধ্যমে যে পাওয়ার লস হয় তা কমিয়ে আনার জন্য উন্নত কম্পোনেন্ট এবং অভিনব ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়ছে যা সহজে ব্যবহার করা যায়। শুধু সকেট এ লাগিয়ে রাখলেই হবে। এটি আপনার প্রটিষ্ঠান বা বাসার ভোল্টেজ কে স্থীর রাখে, দক্ষতা কে বৃদ্ধি করে এবং পাওয়ার ফ্যাক্টর কে Adjust করে প্রতিমাসে ২৫% বিদ্যুৎ বিল কমিয়ে দেয়।




নোটঃ ঘর, বাংলো, অ্যাপার্টমেন্ট, দোকান, রেস্টুরেন্ট, অফিস, হোটেল, কলেজ, সাইবার ক্যাফে, ছোট কারখানা ইত্যাদির জন্য উপযুক্ত এই Electricity Bill Saver.



 পরবতী পর্বে Electricity Bill Saver এর ইলেক্টিক্যাল স্পেসিফিকেশন নিয়ে আসব...Order এর জন্য Call করুন...01869617821

Monday, 29 January 2018

how to khow about WE4-MX43-SB100 model walton smart tv



ওয়াল্টন স্মার্ট টিভি  WE4-MX43-SB100

গ্রাহকের চাহিদা অনুযায়ী নিত্যনতুন মডেলের টেলিভিশন বাজারে আনছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির টেলিভিশন গবেষণা ও উন্নয়ন বিভাগের নিয়মিত গবেষণার মাধ্যমে তৈরি করা হয় এসব নতুন নতুন মডেল এর টিভি। 



স্মার্ট টিভি বর্তমান বিনোদনের অন্যতম একটা উপাদানে পরিনত হয়েছে। যেখানে স্যাটেলাইট চ্যনেলের পাশাপাশি রয়েছে ইন্টারনেট ব্যবহার করে আরও বিস্তারিত সুবিধা উপভোগ করার সক্ষমতা। বিভিন্ন টিভি ব্র্যান্ডের সাথে রয়েছে বিভিন্ন অপারেটিং সিস্টেম, যাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য গ্রহণযোগ্যতা পেয়েছে বিভিন্ন ব্যবহারকারিদের কাছে।
 
উপর থেকে দেখা

ওয়াল্টন বাণিজ্য মেলা উপলক্ষে একটি নতুন টিভি বাজারে নিয়ে এসেছে। যা হল 43” স্মার্ট টিভি। এই টিভির মডেল নাম্বার হল WE4-MX43-SB100। এটি স্মার্ট গ্রাহক এর কথা চিন্তা করে সুপার স্লিম করে তৈরি করা হইছে। যা ৯.৮ মিলিমিটার, এই টিভিতে ব্যবহার করা হয়চ্ছে ELED যা টিভিকে করেছে অনেক স্লিম। WE4-MX43-SB100 টিভিতে থকচ্ছে উচ্চ মানসম্পন্য সাউন্ড বার, যা আপনার টিভি দেখার আন্দকে আরও দিগুন করে দেবে। WE4-MX43-SB100 টিভির অপারেটিং সিস্টেম হচ্ছে 4.4.4  বা কিটক্যাট ভার্সন। 


রিমোট ছাড়াই WE4-MX43-SB100 ওয়ালটন স্মার্ট টিভির নিয়ন্ত্রণ করা যাবে গ্রাহকের হ্যান্ডসেটেই-শেয়ার অ্যাপসের মাধ্যমে। যেখান থেকে গ্রাহক তার সুবিধা মতো  রিমোর্ট, টাচ রিমোট, মাউস ও এয়ার মাউস- এই চারটি ভিন্ন ভিন্ন ফরমেটের রিমোট অপশন বেছে নেয়ার সুবিধা। এর মাধ্যমে গ্রাহক ঘরের যে কোনো প্রান্ত থেকেও (প্রায় ৩০ফিট) মুঠোফোনে নিয়ন্ত্রণ করতে পারবেন টিভির কনটেন্ট। চাইলেই পারবেন আপনার মোবাইল এর ছবি, অডিও গান, ভিডিও গান, PDF  বই টিভির সাথে শেয়ার করে দেকতে বা পড়তে।  

Wednesday, 10 January 2018

Walton Smart টিভিতে টিভি দেখুন কোন প্রকার ডিসবিল ছাড়া

আধুনিক সভ্যতার সাথে পাল্লা দিয়ে আমাদের টিভি গুলো অনেক আধুনিক হয়েগেছে। টিভি এখন আর শুধু টিভি নয়। সাথে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ফাংশন। আমরা এখন একই সাথে টিভিতে বিভিন্ন অ্যাপস চালাতে পারি, গেম খেলতে পারি, YouTube দেখতে পারি, তারই একটি রুপ হচ্ছে Walton smart tv. কিন্তু এখানে সব থেকে বড় যে সমস্যাটি দেখা দেয় তা হল মাসিক ডিসবিল এবং ইন্টারনেট বিল। এই সমস্যা সমধান করতে পারেন একটি মাত্র অ্যাপ দিয়ে, আর তা হল Bioscope অথবা JagoBD. এখানে আপনি বাংলা অনেক চ্যানেল পাবেন। তাছারা অনেক Movie, Natok ও পাবেন। এর জন্য আপনাকে আলাদা কোন চার্য ও দিতে হবে না। শুধু Wifi বিল দিলেই হবে। আমরা কি ভাবে Walton Smart tv তে Bioscope এবং JagoBD অ্যাপ ইন্সটল করতে পারি তার একটি ভিডিও দেয়া হল। যদি তার পর ও কিছু বুজতে না পারেন তবে অবশ্যয় Comments এ জানবেন।

Tuesday, 9 January 2018

WE326DH-S মডেল এ সাউন্ড প্রব্লেম সল্যুশন

WE326DH-S টিভির সাউন্ড আউট স্পিকার এ কি ভাবে বাজাবেন 


walton এর ৩২" (WE326DH-S,WE326CHS,WE326S9CLS,WE4-DH32-BX200,WE4-DH32-BY200) মডেল এর যে স্মার্ট টিভি গুলো আছে তাতে কোন ৩.৫৫মিমি. এর জ্যাক নাই। তাই অনেকে ইচ্ছা থাকলেও টিভি থেকে সাউন্ড বক্স এ নিতে পারেনা। এই একটি মাত্র জ্যাক এর মাধ্যমে তার সমধান করতে পারেন। এটি LOUT and ROUT এর সাথে কানেক্ট করতে হবে। অন্য প্রান্ত ৩.৫৫মিমি. এর জ্যাক এর সাথে কানেক্ট করতে হবে।

ওয়াল্টন স্মার্ট টিভি Eshare কিভাবে ব্যাবহার করতে পারি

ওয়াল্টন স্মার্ট টিভির একটি জনপ্রিয় ফিচার হল Eshare বা স্মার্ট ফোনের মাধ্যমে টিভিকে কন্টোল করা । ওয়াল্টন স্মার্ট টিভিতে আমারা কি ভাবে Eshare use করতে পারি তার একটি নমুনা নিচের ভিডিওতে দেওয়া হল । Eshare Connect করার জন্য আপনার কোন Wifi লাগবে না। আপনার টিভি থেকে hotspot তৈরী করে সংযোগ করতে পারেন। আপনার মোবাইল এ অবশ্যয় Eshare অ্যাপ install থাকতে হবে। Eshare অ্যাপ টি Download করার জন্য আপনার ওয়াল্টন স্মার্ট টিভি তে Eshare অ্যাপ টি open করলে একটি QR code দেখাবে যা আপনি viber অথবা QR code scanner এর মাধ্যমে scan করে সেই লিং থেকে download করতে পারেন। অথবা যে লিং টি দেয়া আছে সেই লিংটি কপি করে borwser এর মাধ্যমে download করতে পারেন।  কিছু বোঝতে না পারলে অব্যশয় Comments এ জানাবেন.....।