CRT টিভির দিন শেষ। বর্তমানে বাজার যাচাই করলে দেখা যায় সব টিভি হল LED টিভি। LED টিভির আপডেট ভার্সন হল SMART LED TV । এই SMART LED TV এর সব ধরনের ফিচার প্রব্লেম ও সল্যুশন নিয়ে আমি আপনাদের পাশে থাকব।
Wednesday, 10 January 2018
Walton Smart টিভিতে টিভি দেখুন কোন প্রকার ডিসবিল ছাড়া
আধুনিক সভ্যতার সাথে পাল্লা দিয়ে আমাদের টিভি গুলো অনেক আধুনিক হয়েগেছে। টিভি এখন আর শুধু টিভি নয়। সাথে যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ফাংশন। আমরা এখন একই সাথে টিভিতে বিভিন্ন অ্যাপস চালাতে পারি, গেম খেলতে পারি, YouTube দেখতে পারি, তারই একটি রুপ হচ্ছে Walton smarttv. কিন্তু এখানে সব থেকে বড় যে সমস্যাটি দেখা দেয় তা হল মাসিক ডিসবিল এবং ইন্টারনেট বিল। এই সমস্যা সমধান করতে পারেন একটি মাত্র অ্যাপ দিয়ে, আর তা হল Bioscope অথবা JagoBD. এখানে আপনি বাংলা অনেক চ্যানেল পাবেন। তাছারা অনেক Movie, Natok ও পাবেন। এর জন্য আপনাকে আলাদা কোন চার্য ও দিতে হবে না। শুধু Wifi বিল দিলেই হবে। আমরা কি ভাবে Walton Smart tv তে Bioscope এবং JagoBD অ্যাপ ইন্সটল করতে পারি তার একটি ভিডিও দেয়া হল। যদি তার পর ও কিছু বুজতে না পারেন তবে অবশ্যয় Comments এ জানবেন।
No comments:
Post a Comment