Sunday, 25 February 2018

Eshare unactivated problem solution

Eshare UnActived থাকলে তা কিভাবে Avtivated করব????????? 


বর্তমান সময়ের ওয়াল্টন স্মার্ট টিভির (WD4-TS43-DL200, WE4-MX43-SB100, WE4-AF39-BX100, WE326DH-S, WE326S9CHS, WE326S9CLS, WE4-DH32-BX200, WE4-DH32-BX200, WE4-DH32-BY200) মডেল এর একটি জনপ্রিয় অ্যাপ হল Eshare। তবে এই Eshare নিয়ে রয়েছে নানা ধরনের সমস্যা। আজকে আমি আপনাদের Eshare এর কিছু সমস্যা ও তার সমধান নিয়ে হাজির হয়েছি।
Eshare Home screen
WALTON SMART TV ESHARE PROBLEM AND SOLUTION

আমি আগেই বলে রাখি আপনার টিভির RAM যদি 512MB হয় তাহলে এই Eshare অ্যাপটি কাজ করবে না RAM দেখার জন্য অনেক ধরনের অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে আপনি আপনার টিভির RAM টি চেক করে নিতে পারেন এছারা ওয়াল্টন স্মার্ট এর যে সব টিভিতে Eshare দেয়া থাকে সেগুলো সব 1GB RAM এর Board।


আপনার টিভিতে যদি MAC address না দেয়া থাকে তাহলেও Eshare অ্যাপ টি install করা থাকলেও কাজ করবে না আর আপনার টিভিতে MAC address দেয়া আছে কি না তা দেখার জন্য আপনাকে Factory Menu জানতে হবে এছাড়া আপনি দেখতে পারবেন না ম্যাক এড্রেস এর সম্পূর্ণ ইংরেজী রূপ হচ্ছে Media Access Control Address (MAC Address). কোন কম্পিউটারের ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহায্য নেটওয়ার্ক ডিভাইসটির জন্য একটি অনন্য পরিচিতি যা কম্পিউটারটিকে তার শারীরীক ভাবে পরিচিতি প্রদান করে টা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করে এবং কম্পিউটারটিকে সেই নেটওয়ার্কে পরিচিত করে দেয় কোন ডিভাইসের ম্যাক এড্রেস তার তৈরীকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে একেকটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে.

আরেকটি Eshare এর সমস্যা হল UnActivated লেখা দেখানো। এই UnActivated লেখা থাকলে আপনার মোবাইল এর সাথে কানেক্ট হবে না। এই সমস্যা সমধান করার জন্য আপনার টিভি টি যে কোন নেট যেমন WiFi অথবা LAN Cable এর সাথে কানেক্ট করতে হবে। কয়েক সেকেন্ড পর অটোমেটিক Activated হয়ে যাবে। একবার Activated হলে আর কোন সমস্যা হবে না।কোন প্রকার জামেলা ছাড়া চালিয়ে যেতে পারেন


Eshare এর আরেকটি সমস্যা হল কোন কোন ব্র্যান্ড এর মোবাইল থেকে শুধু সেট মেমোরির ফাইল গুলো দেখায় কিন্তু মেমোরি কার্ডে থাকা ফাইল গুলো দেখায় না এটা Samsung এবং Huawei  এর মোবাইল গুলোতে বেশি দেখা দেয় এই সমস্যা সমধান করার জন্য নিচের Download লিং থেকে Eshare টি Download করে দেকতে পারেনআসা করি সমধান হয়ে যাবে    

আজ এই পর্যন্তই, আবার কথা হবে Smart Tv এর নতুন কোন প্রব্লেম এবং সমধান নিয়ে সমস্যা থাকলে জানাবেন সমধান দিতে চেষ্টা করব।

No comments:

Post a Comment