Wednesday, 28 February 2018

Smart tv youtube problem

স্মার্ট টিভি ইউটিউব প্রব্লেম

দেশ ডিজিটাল হইছে , যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চারপাশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের একটি রুপ হচ্ছে বর্তমান যুগের LED TV। LED টিভির আরেক রুপ হচ্ছে SMART LED TV। SMART LED টিভি হচ্ছে সেই টিভি যাতে আপনি RF ক্যাবল এর মাধ্যমে ডিসের সব চ্যানেল দেখতে পারেন, Ethernet ক্যাবল বা WiFi এর মাধ্যমে Facebook, YouTube চালাতে পারেন। এই টিভিতে আপনি Android মোবাইল এর বেশীর ভাগ সুবিধা গুলি পাবেন তবে সব সুবিধা পাবেন না। অনেক অ্যাপ আছে যে গুলি শুধু মোবাইল স্ক্রীন এর কথা চিন্তা করে তৈরী করা হয়।  আবার অনেক অ্যাপ আছে যে গুলো RAM সাইজ এর উপর নির্ভর করে। এই সব বিষয় চিন্তা করে এটা বলা যায় যে আপনার টিভিটি Android টিভি বলা হলেও Android এর সব সুবিধা আপনি পাবেন না। আজকে আমি তেমনি একটি প্রব্লেম নিয়ে কথা বলব আর সেটা হল YouTube প্রব্লেম।
YouTube

Smart TechBD
SMART TV এখন সকল টিভি কম্পোনি তৈরী করে থাকে। তাদের মধ্য নাম করা ব্র্যান্ড গুলো হল Sony, Samsung, Singer, Toshiba, TCL এই কোম্পানি গুলো। আমাদের দেশী ব্র্যান্ড গুলোর মধ্য রয়েছে Walton, Vision, Minister, Boss, Jamuna ইত্যাদি। তবে দেশি বলেন বা বিদেশি বলেন সকল টিভির সুবিধা একই। শুধু মাত্র UI টা পরিবর্তন। 

এই সকল SMART TV তে যে YouTube ইন্সটল করা থাকে তার প্রধান অসুবিধা হল আপনি চাইলেও Sign in করতে পারবেন না। আর Sign in যদি না করতে পারেন তাহলে আপনি Resolution পরিবর্তন করতে পারবেন না। কোন ভিডিও Like বা Dislike করতে পারবেন না, বা কোন চ্যানেল Subscribe করে রাখতে পারবেন না। সবথেকে বড় অসুবিধা হল আপনি কোন ভিডিও দেখতেছেন, সেই সময় কোন কারনে আপনার টিভিটি বা YouTube টি বন্দ করতে হইছ, আবার আগের ভিডিওটি দেখতে চান সেটি আর খুজে পাবেন না। মানে হল History জমা থাকে না। আপনাকে আবার Search অপশন থেকে খুজে বের করে তারপর দেখতে হবে যা একটি বিরক্তির বিষয়। তা হলে এর কি কোন সমধান নেই।

এই সমস্যা থেকে সমধান পেতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে তা হল Update version এর YouTube ইন্সটল করতে হবে। Update version বলতে v.1.3.11 ভার্সন। এই YouTube থেকে আপনি Sign in, Like, Dislike সব করতে পারবেন। তবে 4K ভিডিও দেখতে পারবেন না। Software টি নিচের লিং থেকে Download করতে পারেন।

Update version YouTube
 

No comments:

Post a Comment