Tuesday, 13 February 2018

Online Newspaper apps

অনলাইন নিউজ
নিউজ পেপার নিয়ে বলার কিছু নাই। আমারা সবাই জানি নিউজ পেপারে কি থাকে, তার পরও কিছু কথা না বললেই নয়। আগের দিনে কোথাও কোন ঘটনা ঘটলে সেটা আমাদের কাছে পৌছাতে প্রায় ১২ ঘন্টা পার হয়ে যেত। এখন ইন্টারনেটের ফলে তা আমাদের কাছে পৌছাতে সময় লাগে কয়েক সেকেন্ড। এই ঘটনা আমাদের কাছে আসার অনেক মাধ্যম আছে। তারমধ্য প্রধান একটি মাধ্যম হল অনলাইন নিউজ পেপার।
Online Newspaper
অনলাইন নিউজপেপার
আমি আপনাদের আজকে তেমনি একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব। এখানে সেরা ৯টি নিউজ পেপার আছে যা সব সময় আপডেট রাখা হয়। আপনি চাইলে এই নিউজ পেপার গুলো অনলাইন থেকে পরতে পারেন, এর জন্য আপনাকে Browser থেকে বার বার নিউজ পেপার গুলোর নাম লিখে সার্চ করতে হবে, নিউজ পেপার গুলোর নাম মনে রাখতে হবে। এই অ্যাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে এই নিউজ পেপার গুলোর নাম মনে রাখতে হবে না। এই কাজটি আপ্নার হাতের স্মার্ট ফোনটি করবে। 

আপনি হয়ত কাজের ফাকে নিউজ পেপার পরার সময় পাননা। তাই এই অ্যাপ টি আপনার মোবাইল এ ইন্সটাল করা থাকলে আপনি খুব সহজে অল্প সময়ে নিউজ গুলো পড়ে নিতে পারেন। এই অ্যাপ টি আপনি নিচের Download লিং থেকে Download করে নিতে পারেন।

অ্যাপ টি Download করতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment