Recovery দেয়ার পর কি টিভি উল্টা হয়ে গেছে??
আজকে আমি ওয়াল্টন স্মার্ট টিভির একটি প্রব্লেম নিয়ে আলোচনা করব। স্মার্ট টিভি অনেকটা স্মার্ট মোবাইল এর মতই। স্মার্ট টিভির অ্যাপ চালানো নির্ভর করে RAM এর উপর। RAM কম হলে মোবাইল এ যে যে সমস্যা হয়। টিভির ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়। যেমন Hang করে, Slow হয়ে যায়, ভাল ভাবে কাজ করতে চাই না। তখন আমার মোবাইল এর ক্ষেত্রে যেমন RAM ক্লিন করি তেমনি টিভির ক্ষেত্রে Clean করতে হয়। আর যখন RAM Clean করে কাজ না হয় তখন আমরা অন্য অন্য উপায় অবলম্বন করি।
|
Walton smart TV |
যখন কোন উপায় কাজ না হয় তখন Reset বা Recovery দেই। কিন্তু Reset বা Recovery দিলে যদি উপরের মত সব কিছু উল্টে যায় তাহলে কি করবেন। এই প্রব্লেমটি Walton smart TV এর ক্ষেত্রে রয়েছে। WE326DHS মডেল এর অনেক টিভি Recovery দিলে Picture উল্টে যায়। এটি বড় কোন সমস্যা না, এই প্রব্লেম টি ঠিক করা যায়। এই প্রব্লেম টি হওয়ার প্রধান কারন হল Software mismatch.
এই সমস্যা টি সমধান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Factory menu তে। সেখান থেকে Panel setting এর পর Panel Mirror থেকে None/ Up Down Mirror Left সিলেক্ট করে স্ক্রীন ঠিক করা যায়।
যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি Service Center কে জানাতে পারেন। তানাহলে আপনি নিজে ঠিক করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোন প্রব্লেম নিয়ে। ভাল থাকবেন সবাই আল্লাহ্ হাফেজ...।।