Android 4 version এর টিভি গুলোতে অ্যাপ ডাউনলোড করার জন্য ছিল শুধু aptoide tv. এই aptoide টিভি যখন থেকে বাংলাদেশ থেকে বন্দ হয়ে যায় তখন থেকে ঘটে বিপত্তি। কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। এই দিকে যে ফাইল ম্যানেজার আছে সেটিতে .apk ফাইল দেখা যায় না। তাই পেন্ড্রাইভ দিকে কোন অ্যাপ ইন্সটল করবে তার কোন উপায় নাই। তাই আজ দেখাব কি ভাবে সেই ফাইল ম্যানেজার ইন্সটল করা যায়। নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আপনার টিভিতে।
অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে সব কিছু কেটে দিয়ে টিভির ডিফল্ট ফাইল ম্যানেজার এ যেতে হবে। দেখানে গিয়ে ডাউনলোড করা ফাইল কে সিলেক্ত করতে হবে। আবার রিমোটের মেনু বাটন প্রেস করে Rename অপশন টি সিলেক্ত করতে হবে। এবার ফাইল এর extention .xapk কেটে দিয়ে শুধু .apk রাখতে হবে। এখন ইন্সটল অপশন চলে আসবে। তবে মনে রাখতে হবে ইন্সটল এর অপশন একবার ই আসবে। যদি আপনি ভুল করে কেটে দেন ইন্সটল না করে তাহলে আবার ডাউনলোড করবে হবে।
একবার ইন্সটল করা হয়ে গেলে আপনি এই ফাইল ব্রাউজার দিয়ে যে কোন .apk ফাইল ব্রাউজ করবে পারবেন। যে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল করতে পারবেন।