Tuesday, 4 October 2022

How to install es file explorer in your smart tv

 Android 4 version এর টিভি গুলোতে অ্যাপ ডাউনলোড করার জন্য ছিল শুধু aptoide tv. এই aptoide টিভি যখন থেকে বাংলাদেশ থেকে বন্দ হয়ে যায় তখন থেকে ঘটে বিপত্তি। কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। এই দিকে যে ফাইল ম্যানেজার আছে সেটিতে .apk ফাইল দেখা যায় না। তাই পেন্ড্রাইভ দিকে কোন অ্যাপ ইন্সটল করবে তার কোন উপায় নাই। তাই আজ দেখাব কি ভাবে সেই ফাইল ম্যানেজার ইন্সটল করা যায়। নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আপনার টিভিতে। 


অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে সব কিছু কেটে দিয়ে টিভির ডিফল্ট ফাইল ম্যানেজার এ যেতে হবে। দেখানে গিয়ে ডাউনলোড করা ফাইল কে সিলেক্ত করতে হবে। আবার রিমোটের মেনু বাটন প্রেস করে Rename অপশন টি সিলেক্ত করতে হবে। এবার ফাইল এর extention .xapk কেটে দিয়ে শুধু .apk রাখতে হবে। এখন ইন্সটল অপশন চলে আসবে। তবে মনে রাখতে হবে ইন্সটল এর অপশন একবার ই আসবে। যদি আপনি ভুল করে কেটে দেন ইন্সটল না করে তাহলে আবার ডাউনলোড করবে হবে। 

একবার ইন্সটল করা হয়ে গেলে আপনি এই ফাইল ব্রাউজার দিয়ে যে কোন .apk ফাইল ব্রাউজ করবে পারবেন। যে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল করতে পারবেন। 

Monday, 26 September 2022

STN beta 16.03 version update

 আপনার টিভির STN beta version আপডেট করতে নিচের লিং এ ক্লিক করুন। 

STN beta version 16.03



Saturday, 27 June 2020

Walton smart tv UI change or Voice search Software update

Walton smart tv UI change or Voice search Software update

যুগের সাথে পাল্লা দিয়ে অন্য অন্য টেলিভিশন কোম্পানির মত  ভয়েস সার্চ টিভি নিয়ে এসেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রথম ভয়েচ সার্চ টিভিতে বাংলা ভয়েচ সার্চ যুক্ত করে বাজারে নিয়ে আসে ওয়াল্টন। যা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। ভয়েচ সার্চ টিভিতে বাংলার পাশা পাশি আরও থাকছে ইংলিশ এবং হিন্দিতে ভয়েচ সার্চ করার অপশন। এই টিভিতে থাকছে ভয়েচ সার্চ এর সাথে ভয়েচ কন্টোল অপশন। আপনি ইংলিশ এ যে কমান্ড দিবেন টিভি সেই অনুযায়ী কাজ করবে।



ওয়াল্টন  কোম্পানির ভয়েচ সার্চ টিভির রয়েছে ছোট বড় অনেক গুলো মডেল। তার মধ্যে একটি টিভির মডেল হল WE4-MX43V। আজ আমি এই টিভির সফটওয়ারে নিয়ে কিছু কথা বলব। WE4-MX43-SB100 এবং WE4-MX43V এই দুটি মডেল এর হার্ডওয়ার গত কোন ডিফারেঞ্চ নাই। রয়েছে শুধু Software গত Deference. একটি টিভিতে Voice search দেওয়া যায় আরেকটিতে দেওয়া যায় না। দামের ক্ষেত্রেও রয়েছে কিছু ভিন্নতা। তবে আজ আমি আপনাদের কিছু ট্রিক্স দেখাব সেই পথ অনুশরন করলে WE4-MX43-SB100 টিভিকে WE4-MX43V বা Voice search টিভিতে পরিনত করা যাবে। 

যা যা প্রয়োজন হবেঃ 
১. একটি পেন্ডেইভ।
২. কম্পিঊটার বা ল্যাপটপ।
৩. নেট কানেকশন। 


ভিডিও Description এ লিং দেওয়া থাকবে সেখান থেকে software টি Download করে Extract করতে হবে। এর পর Software টি Pen drive এর Root directory তে বা কোন প্রকার ফোল্ডার ছাড়া রাখতে হবে। এর পর Pendrive টি টিভিতে লাগাতে হবে এবং টিভির পাওয়ার অফ করে অন করতে হবে। যদি IR LED blink করতে থাকে তাহলে বুঝতে হবে software update নিতেছে। এই software update নিতে ৭-১০ মিনিট সময় লাগে। LED খুব দ্রুত blink করতে থাকলে বুঝতে হবে software update নেয়া সম্পন্ন হয়েছে। এর পর পাওয়ার অফ করে পেন্ড্রাইভ টি খুলে আবার রিমোট দিয়ে টিভি টিকে অন করতে হবে।   

UI টি Change হয়ে যাবে। এবার Setting> common> System Restore দিয়ে টিভি টি রিসেট দিতে হবে। আরও ভাল ভাবে বুঝার জন্য নিচে ভিডিও লিংক দেওয়া হল দেখে নিবেন। সমস্যা হলে জানাতে ভুলবেন না।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।



Monday, 9 December 2019

WD1-DT24-RL110 Walton basic TV


বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন দীর্ঘ দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে আজ   আমি আপনারদের কে WD1-DT24-RL110 মডেলের একটি টিভি নিয়ে কথা বলব যেটি ২৪একটি টিভি যাদের বাজেট কম তারা এই টিভিটি কিনতে পারেন এই টিভিতে ব্যবহার করা হয়েছে ROS সফটওয়্যার ROS হচ্ছে রিজভি অপারেটিং সিস্টেম, সংক্ষেপে বলা হয় ROS এটা Walton R&D এর তৈরী করা নিজস্য সফটওয়্যার নিজেদের উৎপাদিত বডি, নিজেদের উৎপাদিত মাদারবোর্ড এবং নিজেদের বানানো সফটওয়্যার

এই টিভিতে আছে একটি USB, একটি HDMI  একটি AV  IN , একটি AV OUT, একটি YPBPR IN, একটি RF IN, একটি PC IN, একটি PC AUDIO IN, একটি HEAD PHONE OUT।     
USB: এই পোর্ট এর মাধ্যমে Pendrive ব্যহার করা যাবে মোবাইল চার্জ করা যাবে। আরও অনেক কিছু করা যাবে।

HDMI: এটা হল high Definition multimedia interface. এই পোর্ট এর মাধ্যমে সেট্টপবক্স, এন্ডয়েড বক্স ডিভিডি প্লেয়ার চালানো যাবে।
AV IN: এই পোর্ট এর মাধ্যমে ডিভিডি প্লেয়ার চালানো যাবে।

 RF IN: এই পোর্ট এর মাধ্যমে আমরা ডিস লাইন দেখে থাকি।
PC IN: এই পোর্ট এর মাধ্যমে টিভি কে কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করা হয়। সাথে আছে PC in যার মাধ্যমে অডিও কে ইন করা যায়।
HEAD PHONE OUT: এই পোর্ট এর মাধ্যমে টিভিতে সাঊন্ড বক্স ব্যবহার করা হয়। 
এইটিভির মূল্য নিধারন করা হয়েছে ১২৫০০ টাকা নগদ। 

Wednesday, 4 December 2019

hike/ইনকাম অ্যাপ/ বিনামুলে ৪০ টাকা নিয়ে যান



আজকে আমি আপনারদের সাথে একটি অ্যাপ নিনে আলোচনা করব।যে অ্যাপ এর মাধমে আপনারা সবাই ইনকাম করতে পারবেন। এই অ্যাপ টি দীর্ঘ দিন যাবত পাশের দেশ ইন্ডিয়াতে চলতেছে। গত কয়েকদিন হল বাংলাদেশে এই অ্যাপ টি প্রকাশ হয়েছে। প্রকাশ করার পর থেকে ইন্সটল করার ঝর ওঠেছে। ওঠবেই বা না কেন। একজন কে রেফার করলেই আপনি পাচ্ছেন ৪০ টাকা এবং সে পাচ্ছে ২০টাকা । তবে টাকা তুলতে অবশয় ৮০টাকা হতে হবে। অ্যাপ টির নাম হচ্ছে hike। অ্যাপ টি আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। 

তবে প্লে স্টোরে থেকে ইন্সটল করলে রেফারেল বোনাস পাবেন না। কারু রেফারেন্স থেকে যদি ইন্সটল করেন সে পাবে ৪০ টাকা এবং আপনি পাবেন ২০ টাকা। তাহলে এই ৬০ টাকা কেন লস করবেন। অ্যাপ টি মূলত একটি messager টাইপের অ্যাপ। এই আপের মাধ্যমে বুন্দুদের স্টিকার পাঠানো যাবে। আপনি যা লিখবেন তাই স্টিকার আকারে লিখা হবে। আপনি চাইলে নিজের ছবে দিয়ে স্টিকার বানাতে পারবেন। 

https://play.google.com/store/apps/details?id=com.bsb.hike&hl=en


নিয়ম গুলো আমি নিচে বলে দিতেছি।
যে রেফার করতেছে তার মোবাইল নাম্বার যাকে রেফার কতেছে তার মোবাইল এ সেভ থাকতে হবে এবং যাকে রেফার করতেছে তার মোবাইল নাম্বার যে রেফার করতেছে তার মোবাইল এ সেভ থাকতে হবে। মোট কথা দুইজনের মোবাইল নাম্বার দুইজনের মোবাইলে সেভ থাকতে হবে।

এরপর Download লেখা লিঙ্ক থেকে অ্যাপ টি Download করতে হবে।  এবং এটি মোবাইল এ ইন্সটল কতে হবে। ইন্সটল করা শেষ হলে ওপেন করতে হবে। এরপর মোবাইল নাম্বার টি দিতে হবে তবে অবশয় ০ জিরো বাদ দিয়ে।  নেক্সট দিয়ে ৫সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশ্ন কোড আসলে দিতে হবে। 

ইন্সটল প্রসেস শেষ হলে যে আপনাকে রেফার করেছে তাকে একটি স্টিকার পাঠাবে এবং সে আপনাকে একটি স্টিকার পাঠাবে। ব্যাস কাজ শেষ। দুইজনের অ্যাপ এ ৪০ পয়েন্ট এবং ২০ পয়েন্ট করে চলে আসবে। আর যদি কোন পয়েন্ট না আসে তাহলে বুঝতে হবে কোন প্রসেস এ ভুল করছেন। সমস্যা হলে কমেন্ট এ জানাবেন সমধান করার চেষ্টা করব


Wednesday, 2 January 2019

Walton new model WE4-DH32-BX220

এই টিভির ROM করা হয়েছে 8GB. কাষ্টমার ব্যবহার করতে পারবে 5.10GB. RAM করা রাখা হয়েছে 1GB.

Sunday, 8 July 2018

Russia world cup 2018 live channel

LIVE ফুটবল বিশ্বকাপ ২০১৮


ফুটবল যে একটি জনপ্রিয় খেলা সেটা আমরা বিশ্বকাপ আসলে বুঝতেপারি। বিশ্বকাপ আসলে ছেলে বুড়ো সবাই এই খেলা নিয়া মাতা মাতি শুরু করে দেয়। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রজেক্টর কেনার ধূম পড়ে য়ায়। কিন্তু খেলা দেখতে গিয়ে দেখেন ডিস লাইন জির জির অথাবা লাইন নাই । তাছারা এখন অনেকে স্মার্ট টিভি কেনেন বাসাই কোন ডিস লাইন নেয়না। তাইবলে কি খেলা দেখবেন না তারা। আমি তাদের জন্য একটি সমধান নিয়ে আসলাম। 

আপনি এখানে যে শুধু খেলা দেখতে পারবেন তা কিন্তু নয়। আপনি Youbute এ সারাদিন খুঁজে "ZEE বাংলা" Channel পাবেন না কিন্তু এখানে আপনি তা পাবেন। আপনি এখানে ইন্ডিয়ান বাংলা, বাংলা , খেলার অনেক Channel পাবেন। অ্যাপ টি Download করতে নিচের লিং এ Click করুন।
https://drive.google.com/open?id=1nrQmF3ScWPT7YSCYXr6UKt1fRGrlJK4D
Download for Click

N.B. টিভিতে মাউস বা Eshare ছাড়া কাজ করতে পারবেন না।