কোন মডেল এর টিভি কিনব??
বিশ্বকাপ খেলা চলে এসেছে হাতের কাছাকাছি। আর মাত্র কয়েক দিন বাকি। এই বিশ্বকাপ উপলক্ষে সবাই একটি ভাল ও বড় টিভি কিনতে চায়। কিন্তু বাজারে গিয়ে পরে গুলকধাধায়। এত টিভির ভিতর কোন টিভি কিনি, CRT(আগের বড় টিভি) LED (এখনকার চিকন টিভি ), Smart LED(যে টিভিতে Youtube Facebook চালানো যায়) । এরপর আবার বিভিন্ন কোম্পানিত আছেই।
আগের বড় টিভি বা CRT টিভি এখন কেউ কিনে না বললেই চলে। কারণ এই টিভি বসানোর জন্য অনেক জায়গা লাগে, ওজন অনেক বেশি, এই টিভি থেকে ক্ষতিকারক রশ্মি বেরহয় যা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। এই টিভি ২১" এর উপরে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক বেশি। সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই টিভি বাদ দেয়া যেতেই পারে।
এবার আসি LED টিভি, ২০" থেকে শুরু করে ৫৫" পর্যন্ত সব খানে পাওয়া যায়। কোম্পানি ভেদে দাম ভেরি করে। LED টিভির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটি মডেল হল ৩২" যা সব থেকে বেশি চলে।
Smart LED টিভি এখন সব থেকে বেশি চলে বা লোকজন বেশি কেনে, কেননা এক এর ভিতর সব পাওয়া যাই একসাথে। এই টিভিতে টিভি দেখা ছাড়াও Android গেম খেলা, Android apps চালানো, জনপ্রিয় সোসাল অ্যাপ Facebook চালানো Youtube দেখা, এছাড়াও Router হিসাবে ব্যবহার করা, ঘরের সব স্মার্ট ডিভাস কে একসাথে সংযোগ করে কন্টোল করা যায় এই স্মার্ট টিভির মাধ্যমে। তাই বর্তমানে সবায় এই টিভি কেনার প্রতি আগ্রহ একটু বেশি।
|
WE326DH-S |
বাজারে বিদেশি ব্র্যান্ডের অনেক ভাল ভাল টিভি রয়েছে যেমন SONY, SAMSUNG ইত্যাদি। তবে আমাদের দেশি ব্র্যান্ড গুলি এদের থেকে খুব বেশি পিছিয়া নেই। বিদেশি কোম্পানি গুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। দেশি ব্র্যান্ড গুলোর দাম একটু কম হওয়ায় সবার যুক দেশি পন্যের দিকে।
আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশি ব্র্যান্ড WALTON এর একটি Smart টিভির সাথে। ছবি দেখে হয়ত বুঝতে পারছেন এটি ৩২" স্মার্ট টিভি। এই টিভির পাঁচটি মডেল রয়েছে। মডেল গুলো হল 1.WE326DH-S 2.WE326CHS. 3.WE326CLS, 4.WE4-DH32-BX200, 5.WE4-DH32-BY200।
মডেল গুলো ডিভাইড করা হয়ছে শুধু স্ট্যান, ফন্ট ক্যাবিনেট এর কালার এর উপর ভিত্তি করে। প্যানেল এবং মাদার বোর্ড সব এক তাই এই সব টিভি গুলোর দাম টাও এক রাখা হয়ছে। এখন এই টিভির দাম দেওয়া আছে ২৫৯৯০। Smart টিভি কেনার ক্ষেত্রে সব থেকে যে বিষয় টি বেশি খেয়াল রাখতে হয় তা হল এই টিভির RAM and ROM। এই টিভির RAM যত বেশি হবে টিভি তত ফাস্ট হবে। ROM যত বেশি হবে তত বেশি ফাইল রাখা যাবে। এই টিভি গুলোর RAM 1GB এবং ROM 4GB। তবে ROM ব্যবহার করা যাবে মাত্র 1.1GB। External হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন 2TB পর্যন্ত।
এই টিভির একটি জনপ্রিয় ফিচার হল EshareServer. Walton Smart টিভি কেনার সময় অবশয় EshareServer টি Active আছে কিনা তা দেখে নিবেন। EshareServer না থাকলে ঐ টিভির RAM 512MB। EshareServer হল Smart ফোনের মাধ্যমে Walton Smart টিভিকে কন্টোল করার একটি Software। এই ফিচারটি হল Walton Smart টিভির একটি জনপ্রিয় ফিচার।