Showing posts with label tv. Show all posts
Showing posts with label tv. Show all posts

Monday, 9 December 2019

WD1-DT24-RL110 Walton basic TV


বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন দীর্ঘ দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে আজ   আমি আপনারদের কে WD1-DT24-RL110 মডেলের একটি টিভি নিয়ে কথা বলব যেটি ২৪একটি টিভি যাদের বাজেট কম তারা এই টিভিটি কিনতে পারেন এই টিভিতে ব্যবহার করা হয়েছে ROS সফটওয়্যার ROS হচ্ছে রিজভি অপারেটিং সিস্টেম, সংক্ষেপে বলা হয় ROS এটা Walton R&D এর তৈরী করা নিজস্য সফটওয়্যার নিজেদের উৎপাদিত বডি, নিজেদের উৎপাদিত মাদারবোর্ড এবং নিজেদের বানানো সফটওয়্যার

এই টিভিতে আছে একটি USB, একটি HDMI  একটি AV  IN , একটি AV OUT, একটি YPBPR IN, একটি RF IN, একটি PC IN, একটি PC AUDIO IN, একটি HEAD PHONE OUT।     
USB: এই পোর্ট এর মাধ্যমে Pendrive ব্যহার করা যাবে মোবাইল চার্জ করা যাবে। আরও অনেক কিছু করা যাবে।

HDMI: এটা হল high Definition multimedia interface. এই পোর্ট এর মাধ্যমে সেট্টপবক্স, এন্ডয়েড বক্স ডিভিডি প্লেয়ার চালানো যাবে।
AV IN: এই পোর্ট এর মাধ্যমে ডিভিডি প্লেয়ার চালানো যাবে।

 RF IN: এই পোর্ট এর মাধ্যমে আমরা ডিস লাইন দেখে থাকি।
PC IN: এই পোর্ট এর মাধ্যমে টিভি কে কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করা হয়। সাথে আছে PC in যার মাধ্যমে অডিও কে ইন করা যায়।
HEAD PHONE OUT: এই পোর্ট এর মাধ্যমে টিভিতে সাঊন্ড বক্স ব্যবহার করা হয়। 
এইটিভির মূল্য নিধারন করা হয়েছে ১২৫০০ টাকা নগদ। 

Wednesday, 28 February 2018

Smart tv youtube problem

স্মার্ট টিভি ইউটিউব প্রব্লেম

দেশ ডিজিটাল হইছে , যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চারপাশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের একটি রুপ হচ্ছে বর্তমান যুগের LED TV। LED টিভির আরেক রুপ হচ্ছে SMART LED TV। SMART LED টিভি হচ্ছে সেই টিভি যাতে আপনি RF ক্যাবল এর মাধ্যমে ডিসের সব চ্যানেল দেখতে পারেন, Ethernet ক্যাবল বা WiFi এর মাধ্যমে Facebook, YouTube চালাতে পারেন। এই টিভিতে আপনি Android মোবাইল এর বেশীর ভাগ সুবিধা গুলি পাবেন তবে সব সুবিধা পাবেন না। অনেক অ্যাপ আছে যে গুলি শুধু মোবাইল স্ক্রীন এর কথা চিন্তা করে তৈরী করা হয়।  আবার অনেক অ্যাপ আছে যে গুলো RAM সাইজ এর উপর নির্ভর করে। এই সব বিষয় চিন্তা করে এটা বলা যায় যে আপনার টিভিটি Android টিভি বলা হলেও Android এর সব সুবিধা আপনি পাবেন না। আজকে আমি তেমনি একটি প্রব্লেম নিয়ে কথা বলব আর সেটা হল YouTube প্রব্লেম।
YouTube

Smart TechBD
SMART TV এখন সকল টিভি কম্পোনি তৈরী করে থাকে। তাদের মধ্য নাম করা ব্র্যান্ড গুলো হল Sony, Samsung, Singer, Toshiba, TCL এই কোম্পানি গুলো। আমাদের দেশী ব্র্যান্ড গুলোর মধ্য রয়েছে Walton, Vision, Minister, Boss, Jamuna ইত্যাদি। তবে দেশি বলেন বা বিদেশি বলেন সকল টিভির সুবিধা একই। শুধু মাত্র UI টা পরিবর্তন। 

এই সকল SMART TV তে যে YouTube ইন্সটল করা থাকে তার প্রধান অসুবিধা হল আপনি চাইলেও Sign in করতে পারবেন না। আর Sign in যদি না করতে পারেন তাহলে আপনি Resolution পরিবর্তন করতে পারবেন না। কোন ভিডিও Like বা Dislike করতে পারবেন না, বা কোন চ্যানেল Subscribe করে রাখতে পারবেন না। সবথেকে বড় অসুবিধা হল আপনি কোন ভিডিও দেখতেছেন, সেই সময় কোন কারনে আপনার টিভিটি বা YouTube টি বন্দ করতে হইছ, আবার আগের ভিডিওটি দেখতে চান সেটি আর খুজে পাবেন না। মানে হল History জমা থাকে না। আপনাকে আবার Search অপশন থেকে খুজে বের করে তারপর দেখতে হবে যা একটি বিরক্তির বিষয়। তা হলে এর কি কোন সমধান নেই।

এই সমস্যা থেকে সমধান পেতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে তা হল Update version এর YouTube ইন্সটল করতে হবে। Update version বলতে v.1.3.11 ভার্সন। এই YouTube থেকে আপনি Sign in, Like, Dislike সব করতে পারবেন। তবে 4K ভিডিও দেখতে পারবেন না। Software টি নিচের লিং থেকে Download করতে পারেন।

Update version YouTube
 

Monday, 12 February 2018

How to install walton smart tv apps

Es File Explorer
আপনি অনেক সখের বসে একটি WALTON 32" SMART TV কিনছেন। আপনি হয়ত আগেই শুনছেন এই টিভি আন্ড্রয়েড ভার্সন। বাসায় নিয়ে আপ্স ইন্সটল করবেন মনের ইচ্ছামত। কিন্তু একি কান্ড apps for TV/ aptoide TV থেকে মনে ইচ্ছামত তেমন কোন অ্যাপই পেলাম না। আবার Google Playstore/ Apkpure ইন্সটল করব  ইন্সটল হয় না। পেনড্রাইভ থেকে ইন্সটল করব সেখানে অ্যাপ show করেনা। আপ্স যদি ইন্সটল না হয় আন্ড্রয়েড দিয়ে কি হবে। তাহলে কি টিভি কিনে ভুল করলাম।

আজকে আমি আপনাদের সামনে WALTON SMART TV এর একটি সমস্যা এবং এর সমধান নিয়ে হাজির হয়েছি। এই সমস্যা শুধু যারা WALTON SMART TV কিনছেন তাদের জন্য নয়, আরও অনেকের থাকতে পারে যারা SMART TV কিনেছেন। আমি আশা করি এই পদ্ধতি ব্যবহার করে তার সমধান পেতে পারেন।

আপনার যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি সমধান নিয়ে হাজির। WALTON SMART TV তে WALTON যত ভাবে অ্যাপ ইন্সটল ব্লক করুক না কেন আমরা সেই ব্লক ছারিয়ে অ্যাপ ইন্সটল করব। তার জন্য প্রথমে আমরা apps for TV / aptoide থেকে ES File Explorer এই অ্যাপ ডাউনলোড করুন। এরপর Browser থেকে Google এ গিয়ে Apkpure লিখে সার্চ করুন এবং Apkpure ফাইলটি Download করুন। এখন ES File Explorer এ গিয়ে Internal storage>Download এ গিয়ে Apkpure অ্যাপটা ইন্সটল করে নিন। এখন Apkpure থেকে আপনি আপনার ইচ্ছা মত অ্যাপ ইন্সটল করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি Play store অ্যাপ ও Download করে নিতে পারেন। 
এই অ্যাপ দুটি Download করার জন্য নিচের  Download লিং থেকে Download করতে পারেন।

Apkpure
Es File Explorer অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন
Apkpure অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন