Showing posts with label low price tv. Show all posts
Showing posts with label low price tv. Show all posts

Monday, 9 December 2019

WD1-DT24-RL110 Walton basic TV


বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন দীর্ঘ দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে আজ   আমি আপনারদের কে WD1-DT24-RL110 মডেলের একটি টিভি নিয়ে কথা বলব যেটি ২৪একটি টিভি যাদের বাজেট কম তারা এই টিভিটি কিনতে পারেন এই টিভিতে ব্যবহার করা হয়েছে ROS সফটওয়্যার ROS হচ্ছে রিজভি অপারেটিং সিস্টেম, সংক্ষেপে বলা হয় ROS এটা Walton R&D এর তৈরী করা নিজস্য সফটওয়্যার নিজেদের উৎপাদিত বডি, নিজেদের উৎপাদিত মাদারবোর্ড এবং নিজেদের বানানো সফটওয়্যার

এই টিভিতে আছে একটি USB, একটি HDMI  একটি AV  IN , একটি AV OUT, একটি YPBPR IN, একটি RF IN, একটি PC IN, একটি PC AUDIO IN, একটি HEAD PHONE OUT।     
USB: এই পোর্ট এর মাধ্যমে Pendrive ব্যহার করা যাবে মোবাইল চার্জ করা যাবে। আরও অনেক কিছু করা যাবে।

HDMI: এটা হল high Definition multimedia interface. এই পোর্ট এর মাধ্যমে সেট্টপবক্স, এন্ডয়েড বক্স ডিভিডি প্লেয়ার চালানো যাবে।
AV IN: এই পোর্ট এর মাধ্যমে ডিভিডি প্লেয়ার চালানো যাবে।

 RF IN: এই পোর্ট এর মাধ্যমে আমরা ডিস লাইন দেখে থাকি।
PC IN: এই পোর্ট এর মাধ্যমে টিভি কে কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করা হয়। সাথে আছে PC in যার মাধ্যমে অডিও কে ইন করা যায়।
HEAD PHONE OUT: এই পোর্ট এর মাধ্যমে টিভিতে সাঊন্ড বক্স ব্যবহার করা হয়। 
এইটিভির মূল্য নিধারন করা হয়েছে ১২৫০০ টাকা নগদ।