Thursday, 18 January 2018

How to know about walton factory product

Walton logo
WALTON হচ্ছে বাংলাদেশী ব্র্যান্ড এর একটি প্রাইভেট ইলেকট্রনিক্স কোম্পানি। এটি ১৯৭৭ সালে প্রতিষ্টিত হয়। এর প্রতিষ্ঠাতা জনাব এস এম নজরুল ইসলাম । ওয়াল্টন এর মুল কোম্পানিটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রাতে অবস্থিত। WALTON হল R B GROUP এর একটি প্রতিষ্ঠান। WALTON ফ্যাক্টরির রয়েছে দুইটি অংশ। WALTON HI-TECH INDUSTRIES LTD. এবং WALTON MICRO-TECH CORPORATION । ওয়াল্টন কোম্পানির রয়েছে অনেক রকমের পণ্য যেমন মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এসি, লিফট,ফ্যান, মোটর, রাইচ কোকার আরও হরেক রকম পণ্য । WALTON এর বেশীর ভাগ পণ্য WALTON নামে বাজার জাত করা হয় তবে কিছু পণ্য MARCEL নামেও বাজার জাত করা হয়। 


Walton Primo RM2 Mini
WALTON মোবাইল বাংলাদেশের একটি শীষস্থানীয় মোবাইল বিক্রেতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি R B GORUP OF INDUSTRIES এর অধীনে পরিচালিত হয়, যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিশ্বের ১১টি দেশে WALTON এর পণ্য রপ্তানি করা হয়। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সুদান, ঘানা, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, নেপাল। 


WALTON এর সব পন্য যেমন মোবাইল টিভি এবং ফ্রিজ এর দাম এবং এই মোবাইল টিভি ফ্রিজ সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ওয়েব সাইড এ গিয়ে জানতে পারেন তাছারা আপনার মোবাইল গিয়ে এ নিচের .apk ফাইলটি DOWNLOAD করে নিতে পারেন সব সময় আপডেট থাকার জন্য । কারণ WALTON তাদের সাইড কে সব সময় আপডেট রাখে, নতুন কি কি মোবাইল আসে তার দাম কত এবং নতুন কি কি মডেল এর টিভি আসতেছে তার দাম কত। WALTON সম্পর্কে আরও অনেক তথ্য জানতে নিচের DOWNLOAD অপশন থেকে অ্যাপটি DOWNLOAD করুন।   

ক্লিক  DOWNLOAD



2 comments: