Wednesday, 24 January 2018

How to know about walton smart tv WE326DH-S



WE326DH-S
নতুন বাড়ি তৈরী করছেন বা ফ্ল্যাট কিনেছেন। মনের মতো করে বাড়ি সাজাতে চাইছেন। সেখানে কি আর সেই আদিকালের পেটমোটা টিভি মানায়? তাই অত্যাধুনিক, বড় এবং স্লিম টিভি তো কিনতেই হবে। কিংবা ধরুন বন্ধু বান্ধবের বাড়িতে প্রায় সবার আধুনিক মানের টিভি। আপনি বা কেন পুরনো টিভি বাড়িতে রেখে বৌয়ের কথা শুনবেন? সবার চাহিদা এখন LED টিভি। অনেকে আবার মেতেছেন এইচডি বা ফোলএইচডি বা 4k টিভি-তে। স্মার্ট টিভিত আছেই।
  কিন্তু শুধু LED বা SMART LED TV কিনব ভাবলেই তো হবে না। কোন কোম্পানির টিভি কিনবেন, তার সাইজ কি হবে, কেনার আগে কোন কোন জিনিসের উপর খেয়াল রাখতে হবে তা সব ভেবেচিন্তে নিতে হবে। বাজারের অবস্থা বুঝতে পেরেই বিভিন্ন ছোট বড় কোম্পানি বিভিন্ন ফিচার নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। স্যামসং, এলজি, সোনি-কে টেক্কা দিতে মাইক্রোম্যাক্স, ইনটেক্স, ভিইউ-এর মতো একাধিক কম্পানি।

আমি আজকে আপনাদের কে WALTON LED বা SMART LED TV এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এর মডেল হচ্ছে WE326DH-S অথাৎ ৩২" স্মার্ট টিভি। এই টিভির রয়েছে দুইটি কালার এ কয়েকটি স্ট্যান্ড। আপনাকে যে কোন একটি স্ট্যান্ড পছন্দ করে নিতে হবে। এই টিভিতে আছে দুইটি HDMI পোর্ট এবং তিনটি USB পোর্ট। এই HDMI পোর্ট এর মাধ্যমে আপনার DVD HOME THEATER চালাতে পারবেন এবং USB পোর্ট এর মাধ্যমে 2TB পর্যন্ত হার্ডডিস্ক চালাতে পারবেন।এই টিভির ইন্টারনাল মেমোরি আছে 4GB, তবে ব্যবহার করতে পারবেন 1.1GB যদি RAM হয় 1GB। আর 900MB ব্যবহার করতে পারবেন যদি RAM হয় 500MB. সেটা টিভি কেনার সময় অভ্যাসয় দেখে নিতে হবে টিভির RAM কত আছে। RAM বেশি হলে টিভির পারফর্মেন্স ভাল পাবেন, GAME খেলে মজা পাবেন স্পীড বেশি পাবেন তাছাড়া কিছু না। নিচের অপারেটিং সিস্টেম এর ছবি দেয়া হল... 
OS PICTURE


Eshare এর মাধ্যমে আপনি এই টিভি কে Android ফোন থেকে সব কিছু কন্টোল করতে পারবেন কোন প্রকার রিমোট ছাড়া। যা বর্তমান WALTON SMART টিভির একটি মজার ফিচার।


এছারা এই টিভিতে আরও আছে বিল্ট-ইন Youtube, Eshare, File Manager, Browser, Task Manager, Uninstall, Airplay, Search, Google Settingsকোন কোন টিভিতে আরও থাকছে Aptoide TV অ্যাপঅল্প দামের ভিতরে এই টিভি কিনতে পারেন। পারফর্ম খারাপ না, অন্য অন্য টিভির তুলনাই অনেক ভাল।

No comments:

Post a Comment