ওয়াল্টন স্মার্ট টিভি WE4-MX43-SB100 |
গ্রাহকের
চাহিদা অনুযায়ী নিত্যনতুন মডেলের টেলিভিশন বাজারে আনছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির টেলিভিশন গবেষণা ও উন্নয়ন বিভাগের নিয়মিত গবেষণার
মাধ্যমে তৈরি করা হয় এসব নতুন নতুন মডেল এর টিভি।
স্মার্ট
টিভি বর্তমান বিনোদনের অন্যতম একটা উপাদানে পরিনত হয়েছে। যেখানে স্যাটেলাইট চ্যনেলের পাশাপাশি রয়েছে ইন্টারনেট ব্যবহার করে আরও
বিস্তারিত সুবিধা উপভোগ করার
সক্ষমতা। বিভিন্ন টিভি ব্র্যান্ডের সাথে রয়েছে বিভিন্ন অপারেটিং
সিস্টেম, যাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য গ্রহণযোগ্যতা পেয়েছে বিভিন্ন ব্যবহারকারিদের কাছে।
ওয়াল্টন
বাণিজ্য মেলা উপলক্ষে একটি নতুন টিভি বাজারে নিয়ে এসেছে। যা হল 43” স্মার্ট টিভি। এই টিভির মডেল নাম্বার
হল WE4-MX43-SB100। এটি
স্মার্ট গ্রাহক এর কথা চিন্তা করে সুপার স্লিম করে তৈরি করা হইছে। যা ৯.৮ মিলিমিটার, এই টিভিতে ব্যবহার করা হয়চ্ছে
ELED যা টিভিকে
করেছে অনেক স্লিম। WE4-MX43-SB100
টিভিতে থকচ্ছে উচ্চ মানসম্পন্য সাউন্ড বার, যা আপনার টিভি দেখার আন্দকে
আরও দিগুন করে দেবে। WE4-MX43-SB100
টিভির অপারেটিং সিস্টেম হচ্ছে 4.4.4
বা কিটক্যাট ভার্সন।
রিমোট
ছাড়াই WE4-MX43-SB100 ওয়ালটন
স্মার্ট টিভির নিয়ন্ত্রণ করা যাবে গ্রাহকের হ্যান্ডসেটের ই-শেয়ার অ্যাপসের মাধ্যমে। যেখান থেকে
গ্রাহক তার সুবিধা মতো রিমোর্ট, টাচ রিমোট,
মাউস ও এয়ার মাউস- এই চারটি ভিন্ন ভিন্ন ফরমেটের রিমোট অপশন বেছে নেয়ার সুবিধা। এর মাধ্যমে গ্রাহক ঘরের যে কোনো প্রান্ত থেকেও (প্রায়
৩০ফিট) মুঠোফোনে নিয়ন্ত্রণ করতে পারবেন টিভির কনটেন্ট। চাইলেই
পারবেন আপনার মোবাইল এর ছবি, অডিও গান, ভিডিও গান, PDF বই টিভির সাথে
শেয়ার করে দেকতে বা পড়তে।
No comments:
Post a Comment