Thursday, 1 February 2018

SSC question 2018

S S C Exam Question


আজ একটি ভিন্ন প্রসংগ নিয়ে কথা বলছি। আমাদের বাংলাদেশ ডিজিটাল হইছে, সোনার ছেলেরা আজ বিভিন্ন কিছু আবিষ্কার করছে, ভাবতেই কত ভাল লাগে। আমদের বাংলাদেশের প্রায় সব মানুষ এখন ফোন ব্যবহার করে, বিশেষ করে স্মার্ট ফোন ব্যবহার করে, নেট ব্যবহার করে, দেশের কোন প্রান্তে কি হচ্ছে নিমিষে খবর নিতে পারে।

কিন্তু দুঃখের বিষয় এই নেটের যথাযথ ব্যবহার বাংলাদেশের মানুষ করতে জানেনা।  আর আমার দেশের সরকার যে কি করছে সে নিজেই ভাল জানে। সরকার কে দুষ দিয়ে আর কি হবে, আমাদের মন মানুষিকতা হয়ে গেছে খারাপ।

হ্যা আমি SSC পরীক্ষার কথা বলছি। আজ SSC 2018 এর প্রথম পরীক্ষা। পরীক্ষার ৫-৬ ঘন্টা পূবে প্রশ্ন সবার হাতে হাতে, সামাজিক মাধ্যমে ফ্রি পাওয়া যাই।

বাংলাদেশ সরকার যেহেতু এটা কোন ভাবে বন্ধ করতে পারছে না তা হলে পরীক্ষা নেয়ার দরকার কি। প্রশ্ন পরীক্ষার খাতা সবার হাতে দিয়ে দেয়া হুক, বাড়ি থেকে লিখে নিয়ে আসার জন্য। মাননীয় শিক্ষা মন্ত্রি দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা। এভাবে আমরা দিন দিন বেকার হয়ে পরছি।
SSC question 2018



No comments:

Post a Comment