Showing posts with label SSC exam question 2018. Show all posts
Showing posts with label SSC exam question 2018. Show all posts

Thursday, 28 June 2018

To know about walton smart tv W55E3000AS

 WALTON 55" Smart TV পরিচিতি


Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
W55E3000AS
আমরা প্রথমে জানব এই টিভির টেকনিক্যাল দিক গুলোঃ 
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.

Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে। 

Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out. 

Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে  Ethernet এবং Wifi. 

 Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium  এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে। 

বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.  

আরও বিস্তারিত জানতে Click করুন  Waltonbd

Saturday, 21 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-2

ওয়াল্টান স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



আগের অংশে আপনাদের বলেছিলাম সাইড এ যে ইন্টারফেচ আছে সেই ইন্টারফেচ গুলোর কথা। আজ আপনাদের বলব ডাউন ইন্টারফেচ বা নিচের ইন্টারফেচ এর কথা। এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে তা হল ৩২" Walton Smart এর  ELED সিরিজের যে টিভি গুলো আছে সেগুলো সব টিভিতে এই ইন্টারফেচ গুলো আছে। নিচে তার একটি ছবি দেয়া হল।

ANTENNA IN : Antenna in মানে Radio Frequency in.  এই পোর্ট এর কাজ আমরা সবাই জানি, তারপর ও আমি আরেক বার বলছি। আমাদের সবথেকে বেশি ব্যবহারিত পোর্ট হল এটি। এই পোর্ট এর মাধ্যমে আমরা এন্টেনা সংযোগ করে থাকি। তবে এখন যেহেতু এন্টেনার যুগ আর নেই এই পোর্ট এ এখন ডিস এর ক্যাবল সংযোগ করা হয়। যদি কারও ডিস সংযোগ না থাকে সে এন্টেনা ব্যবহার করে TV দেখতে পারবেন।






HDMI: HDMI মানে হল High- Definition Multimedia Interface. এই পোর্ট এর মাধ্যমে আপনার এই টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন।  এছারা বর্তমানে যে সেট টপ বক্স পাওয়া যায় সব HDMI ক্যাবল দিয়ে সংযোগ দিতে হয়।  এখন বেশির ভাগ DVD প্লেয়ার গুলো HDMI কেব্‌ল দিয়ে সংযোগ দিতে হয়। এখানে দুইটি HDMI পোর্ট রয়েছে।





PC IN: এই পোর্ট এর মাধ্যমে আপনি আপনার টিভিকে কম্পিউটার এর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং কোন প্রকার এক্সটারনাল সাউন্ড বক্স সারা আপনি টিভিতে সাউন্ড শুনতে পাড়বেন এই অডিও পোর্ট এর মাধ্যমে।





LINE OUT: এই পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সটারনাল সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেরে আপনাকে LINE L OUT এবং LINE R OUT অপশন টি ব্যবহার করতে হবে। যদি আপনার coaxial আউটপোট সাউন্ড বক্স থাকে তাহলে আপনি এই পোর্ট ব্যবহার করতে পারেন। যদি হেডফোন এর মাধ্যমে শুনতে চান তাহলে আপনাকে একটি কনর্ভাটার ব্যবহার করতে হবে। যা আমার আগের পর্বে বলা হয়ছে। দেখেনিতে পারেন।







LAN IN: LAN মানে Local Area Network. এই পোর্ট এর মাধ্যমে আপনি  Local Area Network এর সাথে সংযোক্ত হতে পারবেন।  LAN ক্যবল সংযোগ করে টিভিকে আপনি একটি Router হিসেবে ব্যবহার করতে পারবেন।




Thursday, 1 February 2018

SSC question 2018

S S C Exam Question


আজ একটি ভিন্ন প্রসংগ নিয়ে কথা বলছি। আমাদের বাংলাদেশ ডিজিটাল হইছে, সোনার ছেলেরা আজ বিভিন্ন কিছু আবিষ্কার করছে, ভাবতেই কত ভাল লাগে। আমদের বাংলাদেশের প্রায় সব মানুষ এখন ফোন ব্যবহার করে, বিশেষ করে স্মার্ট ফোন ব্যবহার করে, নেট ব্যবহার করে, দেশের কোন প্রান্তে কি হচ্ছে নিমিষে খবর নিতে পারে।

কিন্তু দুঃখের বিষয় এই নেটের যথাযথ ব্যবহার বাংলাদেশের মানুষ করতে জানেনা।  আর আমার দেশের সরকার যে কি করছে সে নিজেই ভাল জানে। সরকার কে দুষ দিয়ে আর কি হবে, আমাদের মন মানুষিকতা হয়ে গেছে খারাপ।

হ্যা আমি SSC পরীক্ষার কথা বলছি। আজ SSC 2018 এর প্রথম পরীক্ষা। পরীক্ষার ৫-৬ ঘন্টা পূবে প্রশ্ন সবার হাতে হাতে, সামাজিক মাধ্যমে ফ্রি পাওয়া যাই।

বাংলাদেশ সরকার যেহেতু এটা কোন ভাবে বন্ধ করতে পারছে না তা হলে পরীক্ষা নেয়ার দরকার কি। প্রশ্ন পরীক্ষার খাতা সবার হাতে দিয়ে দেয়া হুক, বাড়ি থেকে লিখে নিয়ে আসার জন্য। মাননীয় শিক্ষা মন্ত্রি দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা। এভাবে আমরা দিন দিন বেকার হয়ে পরছি।
SSC question 2018