Showing posts with label Eshare. Show all posts
Showing posts with label Eshare. Show all posts

Thursday, 19 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-1

ওয়াল্টন স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



শখের বসে অনেকে স্মার্ট টিভি কিনেন বা অনেক সুবিধার কথা শুনে স্মার্ট টিভি কিনেন। কিন্তু বাড়ি আনার পর সেই শুবিধা গুলো আর ব্যবহার করতে পারেন না। কারণ এই শুবিধা গুলো কিভাবে ব্যবহার করতে হয় তাই অনেকে জানেন না। আমি আজ থেকে ধারাবাহিক ভাবে সেই সুবিধা গুলো কিভাবে ব্যবহার করবেন তার বর্ননা দেব। এরই ধারাবাহিকতাই আজ ওয়াল্টন স্মার্ট টিভির কিছু ইন্টারফেচ এর সাথে পরিচিতি এবং তাদের ব্যবহার জানাব। ৩২" ওয়াল্টান স্মার্ট টিভির রয়েছে অনেক গুলো মডেল। সব গুলো মডেল এ রয়েছে একই ইন্টারফেচ।
Left side Interface
USB: এখানে প্রথমে রয়েছে তিনটি USB পোর্ট। এই সব গুলো পোর্ট USB.2 । যদিও এদের ভিন্ন ভিন্ন কালার রয়েছে। আপনি চাইলে এই পোর্ট এর মাধ্যমে যে কোন USB চালাতে পারবেন। মোবাইল চার্জ দিতে পারবেন। ডিজিটাল ক্যামেরা থেকে ছবি দেকতে পারবেন। তবে কোন প্রকার মডেম চালাতে পারবেন না। মডেম কোন টিভিতে সাপোর্ট করেনা। SONY বা SAMSUNG টিভিতেও না।



COMPONENT IN: এখানে রয়েছে তিনটি পোর্ট। লাল, নীল এবং সবুজ কালারের। তিনটি পোর্ট তিনটি কালারের জন্য। আপনাদের DVD প্লেয়ার এর পেছনে দেকবেন এই তিন কালারের পোর্ট রয়েছে। কালার মত ক্যাবল না লাগালে ছবির কালার ঠিক আসবে না। এবং সাউন্ড এর জন্য LEFT RIGHT দুইটি পোর্ট ব্যবহার করতে হবে। সব মিলিয়ে এই পোর্ট এর মাধ্যমে ছবি দেখতে পাঁচটি 3*3 AV ক্যাবল লাগবে। এই ক্যাবল এর ছবি নিচে দেওয়া হল।








AV IN: এখানে রয়েছে তিনটি পোর্ট যার একটি ভিডিও আর দুইটি সাউন্ড এর জন্য। তবে এই পোর্ট এর মাধ্যমে কোন সাউন্ড আউট হবে না। সুধু সাউন্ড ইনপোর্ট হবে। কালার মিলিয়ে টিভিতে এবং DVD প্লেয়ার এর সাথে লাগালেই হবে।




আজ তাহলে এই পর্যন্ত পরবতী পবে আরও ইন্টারফেচ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন।

Sunday, 25 March 2018

What will happen if your tv screen is reverse

Recovery দেয়ার পর কি টিভি উল্টা হয়ে গেছে??



আজকে আমি ওয়াল্টন স্মার্ট টিভির একটি প্রব্লেম নিয়ে আলোচনা করব। স্মার্ট টিভি অনেকটা স্মার্ট মোবাইল এর মতই। স্মার্ট টিভির অ্যাপ চালানো নির্ভর করে RAM এর উপর। RAM কম হলে মোবাইল এ যে যে সমস্যা হয়। টিভির ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়। যেমন Hang করে, Slow হয়ে যায়, ভাল ভাবে কাজ করতে চাই না। তখন আমার মোবাইল এর ক্ষেত্রে যেমন RAM ক্লিন করি তেমনি টিভির ক্ষেত্রে Clean করতে হয়। আর যখন RAM Clean করে কাজ না হয় তখন আমরা অন্য অন্য উপায় অবলম্বন করি।

Walton smart TV
যখন কোন উপায় কাজ না হয় তখন Reset বা Recovery দেই। কিন্তু Reset বা Recovery দিলে যদি উপরের মত সব কিছু উল্টে যায় তাহলে কি করবেন। এই প্রব্লেমটি Walton smart TV এর ক্ষেত্রে রয়েছে। WE326DHS মডেল এর অনেক টিভি Recovery দিলে Picture উল্টে যায়। এটি বড় কোন সমস্যা না, এই প্রব্লেম টি ঠিক করা যায়। এই প্রব্লেম টি হওয়ার প্রধান কারন হল Software mismatch. 

এই সমস্যা টি সমধান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Factory menu তে। সেখান থেকে  Panel setting এর পর Panel Mirror থেকে None/ Up Down Mirror Left সিলেক্ট করে স্ক্রীন ঠিক করা যায়।




যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি Service Center কে জানাতে পারেন। তানাহলে আপনি নিজে ঠিক করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোন প্রব্লেম নিয়ে। ভাল থাকবেন সবাই আল্লাহ্‌ হাফেজ...।।

Monday, 5 March 2018

How to save electricity bill in your shop / home part 2

প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে  (পর্ব-২)

আজ আমি আপনাদের Power saver নিয়ে কিছু কথা বলব।  Power saver কেনার আগে আপনাকে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হল, 
১. কোন প্রকার টেষ্ট রিপোট ছাড়া কোন প্রকার Power saver কিনবেন না।
২. এমন কোন Power saver সিলেক্ট করবেন না যাতে কোন Lightning Surge Protector না আছে। 
৩. ওজনে ভারী এবং দেখতে অনেক বড় এমন কোন প্রকার Power saver সিলেক্ট করবেন না।
৪. এমন কোন কাভার এর  Power saver সিলেক্ট করবেন না যা বেশী তাপমাত্রার স্থানে কাজ করতে পারে না। 
 
Power Saver

উপরের ছবি দেখে অনেকে বুজতেছেন ঘটনা কি, যারা না বুজতেছেন তাদের জন্য আমি বলি। প্রথম ছবিতে Power saver OFF করে  মিটার রিডিং দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে Power saver ON করে মিটার রিডিং দেখানো হয়েছে।

 আমাদের Power saver এর সুবিধা বা বৈশিষ্ট সুমহঃ
১. ২৫% পর্যন্ত ইলেক্টিসিটি সেভ করে।
২.  ইনপুট ভোল্টেজ কে স্থির রাখে
৩. শুধু লাগালেই হয়, এক ফেজের জন্য নতুন কোন ওয়ারিং এর প্রয়োজন হয় না।
৪. বিল্ট ইন ভাবে lightning surge protector লাগানো আছে।
৫. এটি দক্ষতা এবং power factor কে বাড়িয়ে দেয়।
৬. কোন প্রকার মেন্টেন্যন্স খরচ নেই, সহজে ব্যবহার করা যায়।
৭. সেফটি স্ট্যান্ডার্ড সম্বলিত।
৮. ইন্সুলেটিং ম্যাটেরিয়াল দারা বাহিরের কভার তৈরী যা দেবে বাড়তি নিরাপত্তা।

বাজারে আপনি হয়ত অনেক সস্তা দামের চায়না প্রডাক্ট পেয়ে যাবেন। তবে ভাল জিনিস কিনতে হলে একটু বেশি খরচ করতে হবে। এই ডিভাইস টি Made in Malaysia. এটি MALAYSIA - SIRIM QAS PERFORMANCE TEST (Test Report No. 2007EL0385)দারা পরিক্ষীত। 

Power saver ব্যবহার করে যে বিদ্যুৎ বিল কমে তার একটি নমুনা দেখানো হল নিচে...। এখান থেকে দেখা যাচ্ছে Power saver ব্যবহার করার আগে রিয়েল পাওয়ার ৯৯W তখন Power saver ব্যবহার করে ৬০W এ চলে আসেছে।
Performance Test Report
 আরও ভালভাবে বোঝার জন্য একটি ভিডিও দেয়া হল...

Order এর জন্য Call করুন...01869617821

Thursday, 1 March 2018

Bioscope apps problem and solution

Bioscope অ্যাপ এর ফুল স্ক্রীন প্রব্লেম

CRT টিভি এখন আর কেউ কিনেনা বললেই চলে। সবাই এখন LED টিভির দিকে জুকছে। আর এই টিভি যদি হয় SMART TV তাহলে কোন কথায় নেই। এক এর ভিতর সব। টিভি দেখা Youtube চালানো Facebook চালানো, Game খেলা ইত্যাদি। 

SMART TV দিয়ে RF চ্যানেল দেখার প্রবনতা খুব কম। সবাই সাধারনত WiFi এর মাধ্যমে Bioscope বা Jagobd দিয়ে টিভি দেখে থাকে। Bioscope তাদের প্রথম যে ভার্সন দিয়েছিল তাতে খুব সুন্দর ভাবে walton smart টিভিতে চ্যানেল দেখা যেত। গত কয়েক দিন আগে তাদের নতুন যে ভার্সন আপডেট করে তা walton smart টিভির জন্য পারফেক্ট না। যার কারণে এখন যে সমস্যা টি দেখা দিয়েছে তা হল Bioscope প্লে হয় ঠিক কিন্তু Full screen করে দেখা যায় না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে কি করতে পারি তা অনেকে জানতে চেয়েছে আমার কাছে। তাদের জন্য আমি একটি সমধান নিয়ে হাজির হয়েছি।
Bioscope full screen problem

আপনি যদি আগের ভার্সন টি ব্যবহার করেন তাহলে এই সমস্যা টি আর হবে না। আগের ভার্সন টি হল v 1.0 থেকে v 1.0.8 পর্যন্ত walton smart টিভিতে আপনি ভালভাবে সব চ্যানেল দেখতে পারবেন. এখন কথা হল আপনি এই আগের ভার্সন টি কোথায় পাবেন। যারা Internet সম্পকে ভাল জানেন তারা হয়ত Download করে নিতে পারবেন। যারা না পারবেন তাদের জন্য নিচে একটি Download লিং দিয়ে দিলাম । install করে দেখেন আশা করি সমধান হয়ে যাবে।

এছাড়া আরেকটি উপায় হল UC Browser ব্যবহার করে সরাসরি Bioscope এর Web site থেকে আপনি সব চ্যানেল দেখতে পারেন। 

Bioscope v 1.0.8 Download করতে এখানে click করুন 
https://drive.google.com/open?id=1CIwOHo4heHTgASjPo4465r51dQVGJDT5


নতুন নতুন সমস্যা এবং এর সমধান পেতে সব সময় Smart TechBD এর সংঘে থাকুন।

Tuesday, 16 January 2018

How to install WALTON SMART TV EShare in your mobile

Eshare
এখন মুঠোফোনের কল্যাণে জাতীয় কবির সেই কথাটি সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়েছে। আজকাল ছেলে-বুড়ো সবার হাতে হাতে স্মার্টফোন, প্রতিদিন সেই স্মার্টফোন ব্যবহারের জন্য হাজার হাজার অসাধারণ সব অ্যাপস তৈরি হচ্ছে। শিল্পী সত্তার বিকাশ, বিচিত্র সব বিষয়ে জানা, বুদ্বির ব্যায়াম, খেলাধুলা সহ জীবনের অসংখ্য আয়োজনে জড়িয়ে গেছে অ্যাপস গুলো।

দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ তাদের স্মার্টফোন ক্ল্যাশ অফ ক্ল্যানস টাইপ গেম খেলা আর জায়গায় বেজায়গায় সেলফি তোলা ছাড়া তেমন কোন কাজে লাগায় না আপনার পকেটে ছোট্ট এই যন্ত্রটি নিয়ে ঘু্রছেন সারাদিন, এই জিনিসটি দিয়ে কতো বিচিত্র সব কাজ করা যায় এমনকি একেবারে ছোটখাটো একটি বিপ্লব ঘটিয়ে ফেলা যায় সেটি কি আপনার মাথায় এসেছে কখনো? চলেন, আজ জেনে নেওয়া যাক একটি অসাধারণ অ্যাপসের ব্যাপারে! 
 


আজ আমি আপনাদের যে অ্যাপটির কথা বলব তা হল Eshare. এই Eshare ব্যবহার করে Walton Smart টিভিকে খুব সহজে কন্টোল করা যায়। আপনি যেমন আপনার মোবাইল এর অডিও, ভিডিও, ছবি, বই, গেইম সব কিছু শেয়ার করতে পারেন খুব সহজে। এর জন্য লাগবে না কোন USB ক্যাবল এবং Internet connection. আপনাকে আর বার বার রিমোটের ব্যাটারি কিনার ঝামেলা পুহাতে হবে না। আপনার বাড়িতে যত গুলো Android মোবাইল আছে সব গুলো একসাথে কানেক্ট করে রাখতে পারবেন।  সব গুলো থেকে কন্টোল করতে পারবেন। 

এখন জানাব কিভাবে এই অ্যাপটি আপনার মোবাইল এ Install করবেন। লিংক থেকে অ্যাপটি Download করুন অথবা Walton Smart টিভির Eshare টি open করুন। সেখান থেকে আপনি Download লিংক পাবেন। তারপর অ্যাপটি মোবাইল এ Install করুন। কিভাবে মোবাইলে Install করবেন তার একটি ভিডিও নিচে দেওয়া হল। না বুজলে জানাবেন......