ওয়াল্টন স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই
শখের বসে অনেকে স্মার্ট টিভি কিনেন বা অনেক সুবিধার কথা শুনে স্মার্ট টিভি কিনেন। কিন্তু বাড়ি আনার পর সেই শুবিধা গুলো আর ব্যবহার করতে পারেন না। কারণ এই শুবিধা গুলো কিভাবে ব্যবহার করতে হয় তাই অনেকে জানেন না। আমি আজ থেকে ধারাবাহিক ভাবে সেই সুবিধা গুলো কিভাবে ব্যবহার করবেন তার বর্ননা দেব। এরই ধারাবাহিকতাই আজ ওয়াল্টন স্মার্ট টিভির কিছু ইন্টারফেচ এর সাথে পরিচিতি এবং তাদের ব্যবহার জানাব। ৩২" ওয়াল্টান স্মার্ট টিভির রয়েছে অনেক গুলো মডেল। সব গুলো মডেল এ রয়েছে একই ইন্টারফেচ।
Left side Interface |
USB: এখানে প্রথমে রয়েছে তিনটি USB পোর্ট। এই সব গুলো পোর্ট USB.2 । যদিও এদের ভিন্ন ভিন্ন কালার রয়েছে। আপনি চাইলে এই পোর্ট এর মাধ্যমে যে কোন USB চালাতে পারবেন। মোবাইল চার্জ দিতে পারবেন। ডিজিটাল ক্যামেরা থেকে ছবি দেকতে পারবেন। তবে কোন প্রকার মডেম চালাতে পারবেন না। মডেম কোন টিভিতে সাপোর্ট করেনা। SONY বা SAMSUNG টিভিতেও না।
COMPONENT IN: এখানে রয়েছে তিনটি পোর্ট। লাল, নীল এবং সবুজ কালারের। তিনটি পোর্ট তিনটি কালারের জন্য। আপনাদের DVD প্লেয়ার এর পেছনে দেকবেন এই তিন কালারের পোর্ট রয়েছে। কালার মত ক্যাবল না লাগালে ছবির কালার ঠিক আসবে না। এবং সাউন্ড এর জন্য LEFT RIGHT দুইটি পোর্ট ব্যবহার করতে হবে। সব মিলিয়ে এই পোর্ট এর মাধ্যমে ছবি দেখতে পাঁচটি 3*3 AV ক্যাবল লাগবে। এই ক্যাবল এর ছবি নিচে দেওয়া হল।
AV IN: এখানে রয়েছে তিনটি পোর্ট যার একটি ভিডিও আর দুইটি সাউন্ড এর জন্য। তবে এই পোর্ট এর মাধ্যমে কোন সাউন্ড আউট হবে না। সুধু সাউন্ড ইনপোর্ট হবে। কালার মিলিয়ে টিভিতে এবং DVD প্লেয়ার এর সাথে লাগালেই হবে।
আজ তাহলে এই পর্যন্ত পরবতী পবে আরও ইন্টারফেচ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন।