ওয়াল্টান স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই
আগের অংশে আপনাদের বলেছিলাম সাইড এ যে ইন্টারফেচ আছে সেই ইন্টারফেচ গুলোর কথা। আজ আপনাদের বলব ডাউন ইন্টারফেচ বা নিচের ইন্টারফেচ এর কথা। এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে তা হল ৩২" Walton Smart এর ELED সিরিজের যে টিভি গুলো আছে সেগুলো সব টিভিতে এই ইন্টারফেচ গুলো আছে। নিচে তার একটি ছবি দেয়া হল।
ANTENNA IN : Antenna in মানে Radio Frequency in. এই পোর্ট এর কাজ আমরা সবাই জানি, তারপর ও আমি আরেক বার বলছি। আমাদের সবথেকে বেশি ব্যবহারিত পোর্ট হল এটি। এই পোর্ট এর মাধ্যমে আমরা এন্টেনা সংযোগ করে থাকি। তবে এখন যেহেতু এন্টেনার যুগ আর নেই এই পোর্ট এ এখন ডিস এর ক্যাবল সংযোগ করা হয়। যদি কারও ডিস সংযোগ না থাকে সে এন্টেনা ব্যবহার করে TV দেখতে পারবেন।
HDMI: HDMI মানে হল High- Definition Multimedia Interface. এই পোর্ট এর মাধ্যমে আপনার এই টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এছারা বর্তমানে যে সেট টপ বক্স পাওয়া যায় সব HDMI ক্যাবল দিয়ে সংযোগ দিতে হয়। এখন বেশির ভাগ DVD প্লেয়ার গুলো HDMI কেব্ল দিয়ে সংযোগ দিতে হয়। এখানে দুইটি HDMI পোর্ট রয়েছে।
PC IN: এই পোর্ট এর মাধ্যমে আপনি আপনার টিভিকে কম্পিউটার এর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং কোন প্রকার এক্সটারনাল সাউন্ড বক্স সারা আপনি টিভিতে সাউন্ড শুনতে পাড়বেন এই অডিও পোর্ট এর মাধ্যমে।
LINE OUT: এই পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সটারনাল সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেরে আপনাকে LINE L OUT এবং LINE R OUT অপশন টি ব্যবহার করতে হবে। যদি আপনার coaxial আউটপোট সাউন্ড বক্স থাকে তাহলে আপনি এই পোর্ট ব্যবহার করতে পারেন। যদি হেডফোন এর মাধ্যমে শুনতে চান তাহলে আপনাকে একটি কনর্ভাটার ব্যবহার করতে হবে। যা আমার আগের পর্বে বলা হয়ছে। দেখেনিতে পারেন।
LAN IN: LAN মানে Local Area Network. এই পোর্ট এর মাধ্যমে আপনি Local Area Network এর সাথে সংযোক্ত হতে পারবেন। LAN ক্যবল সংযোগ করে টিভিকে আপনি একটি Router হিসেবে ব্যবহার করতে পারবেন।
No comments:
Post a Comment