Showing posts with label solution. Show all posts
Showing posts with label solution. Show all posts

Saturday, 21 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-2

ওয়াল্টান স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



আগের অংশে আপনাদের বলেছিলাম সাইড এ যে ইন্টারফেচ আছে সেই ইন্টারফেচ গুলোর কথা। আজ আপনাদের বলব ডাউন ইন্টারফেচ বা নিচের ইন্টারফেচ এর কথা। এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে তা হল ৩২" Walton Smart এর  ELED সিরিজের যে টিভি গুলো আছে সেগুলো সব টিভিতে এই ইন্টারফেচ গুলো আছে। নিচে তার একটি ছবি দেয়া হল।

ANTENNA IN : Antenna in মানে Radio Frequency in.  এই পোর্ট এর কাজ আমরা সবাই জানি, তারপর ও আমি আরেক বার বলছি। আমাদের সবথেকে বেশি ব্যবহারিত পোর্ট হল এটি। এই পোর্ট এর মাধ্যমে আমরা এন্টেনা সংযোগ করে থাকি। তবে এখন যেহেতু এন্টেনার যুগ আর নেই এই পোর্ট এ এখন ডিস এর ক্যাবল সংযোগ করা হয়। যদি কারও ডিস সংযোগ না থাকে সে এন্টেনা ব্যবহার করে TV দেখতে পারবেন।






HDMI: HDMI মানে হল High- Definition Multimedia Interface. এই পোর্ট এর মাধ্যমে আপনার এই টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন।  এছারা বর্তমানে যে সেট টপ বক্স পাওয়া যায় সব HDMI ক্যাবল দিয়ে সংযোগ দিতে হয়।  এখন বেশির ভাগ DVD প্লেয়ার গুলো HDMI কেব্‌ল দিয়ে সংযোগ দিতে হয়। এখানে দুইটি HDMI পোর্ট রয়েছে।





PC IN: এই পোর্ট এর মাধ্যমে আপনি আপনার টিভিকে কম্পিউটার এর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং কোন প্রকার এক্সটারনাল সাউন্ড বক্স সারা আপনি টিভিতে সাউন্ড শুনতে পাড়বেন এই অডিও পোর্ট এর মাধ্যমে।





LINE OUT: এই পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সটারনাল সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেরে আপনাকে LINE L OUT এবং LINE R OUT অপশন টি ব্যবহার করতে হবে। যদি আপনার coaxial আউটপোট সাউন্ড বক্স থাকে তাহলে আপনি এই পোর্ট ব্যবহার করতে পারেন। যদি হেডফোন এর মাধ্যমে শুনতে চান তাহলে আপনাকে একটি কনর্ভাটার ব্যবহার করতে হবে। যা আমার আগের পর্বে বলা হয়ছে। দেখেনিতে পারেন।







LAN IN: LAN মানে Local Area Network. এই পোর্ট এর মাধ্যমে আপনি  Local Area Network এর সাথে সংযোক্ত হতে পারবেন।  LAN ক্যবল সংযোগ করে টিভিকে আপনি একটি Router হিসেবে ব্যবহার করতে পারবেন।




Sunday, 25 March 2018

What will happen if your tv screen is reverse

Recovery দেয়ার পর কি টিভি উল্টা হয়ে গেছে??



আজকে আমি ওয়াল্টন স্মার্ট টিভির একটি প্রব্লেম নিয়ে আলোচনা করব। স্মার্ট টিভি অনেকটা স্মার্ট মোবাইল এর মতই। স্মার্ট টিভির অ্যাপ চালানো নির্ভর করে RAM এর উপর। RAM কম হলে মোবাইল এ যে যে সমস্যা হয়। টিভির ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়। যেমন Hang করে, Slow হয়ে যায়, ভাল ভাবে কাজ করতে চাই না। তখন আমার মোবাইল এর ক্ষেত্রে যেমন RAM ক্লিন করি তেমনি টিভির ক্ষেত্রে Clean করতে হয়। আর যখন RAM Clean করে কাজ না হয় তখন আমরা অন্য অন্য উপায় অবলম্বন করি।

Walton smart TV
যখন কোন উপায় কাজ না হয় তখন Reset বা Recovery দেই। কিন্তু Reset বা Recovery দিলে যদি উপরের মত সব কিছু উল্টে যায় তাহলে কি করবেন। এই প্রব্লেমটি Walton smart TV এর ক্ষেত্রে রয়েছে। WE326DHS মডেল এর অনেক টিভি Recovery দিলে Picture উল্টে যায়। এটি বড় কোন সমস্যা না, এই প্রব্লেম টি ঠিক করা যায়। এই প্রব্লেম টি হওয়ার প্রধান কারন হল Software mismatch. 

এই সমস্যা টি সমধান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Factory menu তে। সেখান থেকে  Panel setting এর পর Panel Mirror থেকে None/ Up Down Mirror Left সিলেক্ট করে স্ক্রীন ঠিক করা যায়।




যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি Service Center কে জানাতে পারেন। তানাহলে আপনি নিজে ঠিক করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোন প্রব্লেম নিয়ে। ভাল থাকবেন সবাই আল্লাহ্‌ হাফেজ...।।

Wednesday, 28 February 2018

Smart tv youtube problem

স্মার্ট টিভি ইউটিউব প্রব্লেম

দেশ ডিজিটাল হইছে , যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চারপাশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের একটি রুপ হচ্ছে বর্তমান যুগের LED TV। LED টিভির আরেক রুপ হচ্ছে SMART LED TV। SMART LED টিভি হচ্ছে সেই টিভি যাতে আপনি RF ক্যাবল এর মাধ্যমে ডিসের সব চ্যানেল দেখতে পারেন, Ethernet ক্যাবল বা WiFi এর মাধ্যমে Facebook, YouTube চালাতে পারেন। এই টিভিতে আপনি Android মোবাইল এর বেশীর ভাগ সুবিধা গুলি পাবেন তবে সব সুবিধা পাবেন না। অনেক অ্যাপ আছে যে গুলি শুধু মোবাইল স্ক্রীন এর কথা চিন্তা করে তৈরী করা হয়।  আবার অনেক অ্যাপ আছে যে গুলো RAM সাইজ এর উপর নির্ভর করে। এই সব বিষয় চিন্তা করে এটা বলা যায় যে আপনার টিভিটি Android টিভি বলা হলেও Android এর সব সুবিধা আপনি পাবেন না। আজকে আমি তেমনি একটি প্রব্লেম নিয়ে কথা বলব আর সেটা হল YouTube প্রব্লেম।
YouTube

Smart TechBD
SMART TV এখন সকল টিভি কম্পোনি তৈরী করে থাকে। তাদের মধ্য নাম করা ব্র্যান্ড গুলো হল Sony, Samsung, Singer, Toshiba, TCL এই কোম্পানি গুলো। আমাদের দেশী ব্র্যান্ড গুলোর মধ্য রয়েছে Walton, Vision, Minister, Boss, Jamuna ইত্যাদি। তবে দেশি বলেন বা বিদেশি বলেন সকল টিভির সুবিধা একই। শুধু মাত্র UI টা পরিবর্তন। 

এই সকল SMART TV তে যে YouTube ইন্সটল করা থাকে তার প্রধান অসুবিধা হল আপনি চাইলেও Sign in করতে পারবেন না। আর Sign in যদি না করতে পারেন তাহলে আপনি Resolution পরিবর্তন করতে পারবেন না। কোন ভিডিও Like বা Dislike করতে পারবেন না, বা কোন চ্যানেল Subscribe করে রাখতে পারবেন না। সবথেকে বড় অসুবিধা হল আপনি কোন ভিডিও দেখতেছেন, সেই সময় কোন কারনে আপনার টিভিটি বা YouTube টি বন্দ করতে হইছ, আবার আগের ভিডিওটি দেখতে চান সেটি আর খুজে পাবেন না। মানে হল History জমা থাকে না। আপনাকে আবার Search অপশন থেকে খুজে বের করে তারপর দেখতে হবে যা একটি বিরক্তির বিষয়। তা হলে এর কি কোন সমধান নেই।

এই সমস্যা থেকে সমধান পেতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে তা হল Update version এর YouTube ইন্সটল করতে হবে। Update version বলতে v.1.3.11 ভার্সন। এই YouTube থেকে আপনি Sign in, Like, Dislike সব করতে পারবেন। তবে 4K ভিডিও দেখতে পারবেন না। Software টি নিচের লিং থেকে Download করতে পারেন।

Update version YouTube