Showing posts with label Smart tv problem. Show all posts
Showing posts with label Smart tv problem. Show all posts

Saturday, 21 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-2

ওয়াল্টান স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



আগের অংশে আপনাদের বলেছিলাম সাইড এ যে ইন্টারফেচ আছে সেই ইন্টারফেচ গুলোর কথা। আজ আপনাদের বলব ডাউন ইন্টারফেচ বা নিচের ইন্টারফেচ এর কথা। এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে তা হল ৩২" Walton Smart এর  ELED সিরিজের যে টিভি গুলো আছে সেগুলো সব টিভিতে এই ইন্টারফেচ গুলো আছে। নিচে তার একটি ছবি দেয়া হল।

ANTENNA IN : Antenna in মানে Radio Frequency in.  এই পোর্ট এর কাজ আমরা সবাই জানি, তারপর ও আমি আরেক বার বলছি। আমাদের সবথেকে বেশি ব্যবহারিত পোর্ট হল এটি। এই পোর্ট এর মাধ্যমে আমরা এন্টেনা সংযোগ করে থাকি। তবে এখন যেহেতু এন্টেনার যুগ আর নেই এই পোর্ট এ এখন ডিস এর ক্যাবল সংযোগ করা হয়। যদি কারও ডিস সংযোগ না থাকে সে এন্টেনা ব্যবহার করে TV দেখতে পারবেন।






HDMI: HDMI মানে হল High- Definition Multimedia Interface. এই পোর্ট এর মাধ্যমে আপনার এই টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন।  এছারা বর্তমানে যে সেট টপ বক্স পাওয়া যায় সব HDMI ক্যাবল দিয়ে সংযোগ দিতে হয়।  এখন বেশির ভাগ DVD প্লেয়ার গুলো HDMI কেব্‌ল দিয়ে সংযোগ দিতে হয়। এখানে দুইটি HDMI পোর্ট রয়েছে।





PC IN: এই পোর্ট এর মাধ্যমে আপনি আপনার টিভিকে কম্পিউটার এর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং কোন প্রকার এক্সটারনাল সাউন্ড বক্স সারা আপনি টিভিতে সাউন্ড শুনতে পাড়বেন এই অডিও পোর্ট এর মাধ্যমে।





LINE OUT: এই পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সটারনাল সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেরে আপনাকে LINE L OUT এবং LINE R OUT অপশন টি ব্যবহার করতে হবে। যদি আপনার coaxial আউটপোট সাউন্ড বক্স থাকে তাহলে আপনি এই পোর্ট ব্যবহার করতে পারেন। যদি হেডফোন এর মাধ্যমে শুনতে চান তাহলে আপনাকে একটি কনর্ভাটার ব্যবহার করতে হবে। যা আমার আগের পর্বে বলা হয়ছে। দেখেনিতে পারেন।







LAN IN: LAN মানে Local Area Network. এই পোর্ট এর মাধ্যমে আপনি  Local Area Network এর সাথে সংযোক্ত হতে পারবেন।  LAN ক্যবল সংযোগ করে টিভিকে আপনি একটি Router হিসেবে ব্যবহার করতে পারবেন।




Sunday, 25 March 2018

What will happen if your tv screen is reverse

Recovery দেয়ার পর কি টিভি উল্টা হয়ে গেছে??



আজকে আমি ওয়াল্টন স্মার্ট টিভির একটি প্রব্লেম নিয়ে আলোচনা করব। স্মার্ট টিভি অনেকটা স্মার্ট মোবাইল এর মতই। স্মার্ট টিভির অ্যাপ চালানো নির্ভর করে RAM এর উপর। RAM কম হলে মোবাইল এ যে যে সমস্যা হয়। টিভির ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়। যেমন Hang করে, Slow হয়ে যায়, ভাল ভাবে কাজ করতে চাই না। তখন আমার মোবাইল এর ক্ষেত্রে যেমন RAM ক্লিন করি তেমনি টিভির ক্ষেত্রে Clean করতে হয়। আর যখন RAM Clean করে কাজ না হয় তখন আমরা অন্য অন্য উপায় অবলম্বন করি।

Walton smart TV
যখন কোন উপায় কাজ না হয় তখন Reset বা Recovery দেই। কিন্তু Reset বা Recovery দিলে যদি উপরের মত সব কিছু উল্টে যায় তাহলে কি করবেন। এই প্রব্লেমটি Walton smart TV এর ক্ষেত্রে রয়েছে। WE326DHS মডেল এর অনেক টিভি Recovery দিলে Picture উল্টে যায়। এটি বড় কোন সমস্যা না, এই প্রব্লেম টি ঠিক করা যায়। এই প্রব্লেম টি হওয়ার প্রধান কারন হল Software mismatch. 

এই সমস্যা টি সমধান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Factory menu তে। সেখান থেকে  Panel setting এর পর Panel Mirror থেকে None/ Up Down Mirror Left সিলেক্ট করে স্ক্রীন ঠিক করা যায়।




যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি Service Center কে জানাতে পারেন। তানাহলে আপনি নিজে ঠিক করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোন প্রব্লেম নিয়ে। ভাল থাকবেন সবাই আল্লাহ্‌ হাফেজ...।।

Thursday, 1 March 2018

Bioscope apps problem and solution

Bioscope অ্যাপ এর ফুল স্ক্রীন প্রব্লেম

CRT টিভি এখন আর কেউ কিনেনা বললেই চলে। সবাই এখন LED টিভির দিকে জুকছে। আর এই টিভি যদি হয় SMART TV তাহলে কোন কথায় নেই। এক এর ভিতর সব। টিভি দেখা Youtube চালানো Facebook চালানো, Game খেলা ইত্যাদি। 

SMART TV দিয়ে RF চ্যানেল দেখার প্রবনতা খুব কম। সবাই সাধারনত WiFi এর মাধ্যমে Bioscope বা Jagobd দিয়ে টিভি দেখে থাকে। Bioscope তাদের প্রথম যে ভার্সন দিয়েছিল তাতে খুব সুন্দর ভাবে walton smart টিভিতে চ্যানেল দেখা যেত। গত কয়েক দিন আগে তাদের নতুন যে ভার্সন আপডেট করে তা walton smart টিভির জন্য পারফেক্ট না। যার কারণে এখন যে সমস্যা টি দেখা দিয়েছে তা হল Bioscope প্লে হয় ঠিক কিন্তু Full screen করে দেখা যায় না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে কি করতে পারি তা অনেকে জানতে চেয়েছে আমার কাছে। তাদের জন্য আমি একটি সমধান নিয়ে হাজির হয়েছি।
Bioscope full screen problem

আপনি যদি আগের ভার্সন টি ব্যবহার করেন তাহলে এই সমস্যা টি আর হবে না। আগের ভার্সন টি হল v 1.0 থেকে v 1.0.8 পর্যন্ত walton smart টিভিতে আপনি ভালভাবে সব চ্যানেল দেখতে পারবেন. এখন কথা হল আপনি এই আগের ভার্সন টি কোথায় পাবেন। যারা Internet সম্পকে ভাল জানেন তারা হয়ত Download করে নিতে পারবেন। যারা না পারবেন তাদের জন্য নিচে একটি Download লিং দিয়ে দিলাম । install করে দেখেন আশা করি সমধান হয়ে যাবে।

এছাড়া আরেকটি উপায় হল UC Browser ব্যবহার করে সরাসরি Bioscope এর Web site থেকে আপনি সব চ্যানেল দেখতে পারেন। 

Bioscope v 1.0.8 Download করতে এখানে click করুন 
https://drive.google.com/open?id=1CIwOHo4heHTgASjPo4465r51dQVGJDT5


নতুন নতুন সমস্যা এবং এর সমধান পেতে সব সময় Smart TechBD এর সংঘে থাকুন।

Monday, 12 February 2018

How to install walton smart tv apps

Es File Explorer
আপনি অনেক সখের বসে একটি WALTON 32" SMART TV কিনছেন। আপনি হয়ত আগেই শুনছেন এই টিভি আন্ড্রয়েড ভার্সন। বাসায় নিয়ে আপ্স ইন্সটল করবেন মনের ইচ্ছামত। কিন্তু একি কান্ড apps for TV/ aptoide TV থেকে মনে ইচ্ছামত তেমন কোন অ্যাপই পেলাম না। আবার Google Playstore/ Apkpure ইন্সটল করব  ইন্সটল হয় না। পেনড্রাইভ থেকে ইন্সটল করব সেখানে অ্যাপ show করেনা। আপ্স যদি ইন্সটল না হয় আন্ড্রয়েড দিয়ে কি হবে। তাহলে কি টিভি কিনে ভুল করলাম।

আজকে আমি আপনাদের সামনে WALTON SMART TV এর একটি সমস্যা এবং এর সমধান নিয়ে হাজির হয়েছি। এই সমস্যা শুধু যারা WALTON SMART TV কিনছেন তাদের জন্য নয়, আরও অনেকের থাকতে পারে যারা SMART TV কিনেছেন। আমি আশা করি এই পদ্ধতি ব্যবহার করে তার সমধান পেতে পারেন।

আপনার যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি সমধান নিয়ে হাজির। WALTON SMART TV তে WALTON যত ভাবে অ্যাপ ইন্সটল ব্লক করুক না কেন আমরা সেই ব্লক ছারিয়ে অ্যাপ ইন্সটল করব। তার জন্য প্রথমে আমরা apps for TV / aptoide থেকে ES File Explorer এই অ্যাপ ডাউনলোড করুন। এরপর Browser থেকে Google এ গিয়ে Apkpure লিখে সার্চ করুন এবং Apkpure ফাইলটি Download করুন। এখন ES File Explorer এ গিয়ে Internal storage>Download এ গিয়ে Apkpure অ্যাপটা ইন্সটল করে নিন। এখন Apkpure থেকে আপনি আপনার ইচ্ছা মত অ্যাপ ইন্সটল করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি Play store অ্যাপ ও Download করে নিতে পারেন। 
এই অ্যাপ দুটি Download করার জন্য নিচের  Download লিং থেকে Download করতে পারেন।

Apkpure
Es File Explorer অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন
Apkpure অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন