Showing posts with label save power. Show all posts
Showing posts with label save power. Show all posts

Monday, 5 March 2018

How to save electricity bill in your shop / home part 2

প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে  (পর্ব-২)

আজ আমি আপনাদের Power saver নিয়ে কিছু কথা বলব।  Power saver কেনার আগে আপনাকে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হল, 
১. কোন প্রকার টেষ্ট রিপোট ছাড়া কোন প্রকার Power saver কিনবেন না।
২. এমন কোন Power saver সিলেক্ট করবেন না যাতে কোন Lightning Surge Protector না আছে। 
৩. ওজনে ভারী এবং দেখতে অনেক বড় এমন কোন প্রকার Power saver সিলেক্ট করবেন না।
৪. এমন কোন কাভার এর  Power saver সিলেক্ট করবেন না যা বেশী তাপমাত্রার স্থানে কাজ করতে পারে না। 
 
Power Saver

উপরের ছবি দেখে অনেকে বুজতেছেন ঘটনা কি, যারা না বুজতেছেন তাদের জন্য আমি বলি। প্রথম ছবিতে Power saver OFF করে  মিটার রিডিং দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে Power saver ON করে মিটার রিডিং দেখানো হয়েছে।

 আমাদের Power saver এর সুবিধা বা বৈশিষ্ট সুমহঃ
১. ২৫% পর্যন্ত ইলেক্টিসিটি সেভ করে।
২.  ইনপুট ভোল্টেজ কে স্থির রাখে
৩. শুধু লাগালেই হয়, এক ফেজের জন্য নতুন কোন ওয়ারিং এর প্রয়োজন হয় না।
৪. বিল্ট ইন ভাবে lightning surge protector লাগানো আছে।
৫. এটি দক্ষতা এবং power factor কে বাড়িয়ে দেয়।
৬. কোন প্রকার মেন্টেন্যন্স খরচ নেই, সহজে ব্যবহার করা যায়।
৭. সেফটি স্ট্যান্ডার্ড সম্বলিত।
৮. ইন্সুলেটিং ম্যাটেরিয়াল দারা বাহিরের কভার তৈরী যা দেবে বাড়তি নিরাপত্তা।

বাজারে আপনি হয়ত অনেক সস্তা দামের চায়না প্রডাক্ট পেয়ে যাবেন। তবে ভাল জিনিস কিনতে হলে একটু বেশি খরচ করতে হবে। এই ডিভাইস টি Made in Malaysia. এটি MALAYSIA - SIRIM QAS PERFORMANCE TEST (Test Report No. 2007EL0385)দারা পরিক্ষীত। 

Power saver ব্যবহার করে যে বিদ্যুৎ বিল কমে তার একটি নমুনা দেখানো হল নিচে...। এখান থেকে দেখা যাচ্ছে Power saver ব্যবহার করার আগে রিয়েল পাওয়ার ৯৯W তখন Power saver ব্যবহার করে ৬০W এ চলে আসেছে।
Performance Test Report
 আরও ভালভাবে বোঝার জন্য একটি ভিডিও দেয়া হল...

Order এর জন্য Call করুন...01869617821

Thursday, 15 February 2018

How to save electricity bill in your shop / home

প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে  (পর্ব-১)
 গ্রাহক পযায়ে বিদ্যুৎ এর দাম আবার বাড়িয়েছে সরকার, এর ফলে আবার বাড়তি টাকা গুনতে হবে ভোক্তাদের। এই দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ হার আগামী ডিসেম্বর থেকে কাযকর হবে বলে বি ই আর সি জানিয়েছে। 


সাধারণ মানুষ, ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে গ্রাহক পর্যায়ে ফের বিদ্যুতের দাম বাড়াল সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর অষ্টম দফায় বাড়ানো হল বিদ্যুতের দাম। এবার দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।

এভাবে আর কত দিন আমরা বেশি বেশি  বিদ্যুৎ বিল দেব, এর কি কোন সমধান নেই। আজ আমি আপনাদের সাথে একটি ডিভাইস নিয়ে কথা বলব। যা কিনা আপনার বিদ্যুৎ বিল কে ২৫% পযন্ত কমিয়ে দিতে সক্ষম।  আগের দিনে আমরা যেমন CFL ভাল্প বা লাল আলোর লাইট গুলো ব্যবহার করতাম। বিদ্যুৎ বিল অনেক বেশি আসত। এখন LED ভাল্প ব্যবহার এর মাধ্যমে তা কমিয়ে আনা সম্বব হয়েছে। তেমনি এই ডিভাইস ব্যবহার এর মাধ্যমে আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের মোটর, ফ্রিজ, ফ্যান এর বিদ্যুৎ বিল ২৫% কমিয়ে আনা সম্বব। Electricity Bill Saver টি মোটর, এয়ার কন্ডিশন, ফ্রিজ, কম্পিউটার প্রভৃতি মাধ্যমে যে পাওয়ার লস হয় তা কমিয়ে আনার জন্য উন্নত কম্পোনেন্ট এবং অভিনব ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়ছে যা সহজে ব্যবহার করা যায়। শুধু সকেট এ লাগিয়ে রাখলেই হবে। এটি আপনার প্রটিষ্ঠান বা বাসার ভোল্টেজ কে স্থীর রাখে, দক্ষতা কে বৃদ্ধি করে এবং পাওয়ার ফ্যাক্টর কে Adjust করে প্রতিমাসে ২৫% বিদ্যুৎ বিল কমিয়ে দেয়।




নোটঃ ঘর, বাংলো, অ্যাপার্টমেন্ট, দোকান, রেস্টুরেন্ট, অফিস, হোটেল, কলেজ, সাইবার ক্যাফে, ছোট কারখানা ইত্যাদির জন্য উপযুক্ত এই Electricity Bill Saver.



 পরবতী পর্বে Electricity Bill Saver এর ইলেক্টিক্যাল স্পেসিফিকেশন নিয়ে আসব...Order এর জন্য Call করুন...01869617821