Showing posts with label Smart tv. Show all posts
Showing posts with label Smart tv. Show all posts

Thursday, 28 June 2018

To know about walton smart tv W55E3000AS

 WALTON 55" Smart TV পরিচিতি


Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
W55E3000AS
আমরা প্রথমে জানব এই টিভির টেকনিক্যাল দিক গুলোঃ 
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.

Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে। 

Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out. 

Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে  Ethernet এবং Wifi. 

 Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium  এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে। 

বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.  

আরও বিস্তারিত জানতে Click করুন  Waltonbd

Tuesday, 12 June 2018

Which model tv will buy??

কোন মডেল এর টিভি কিনব??


বিশ্বকাপ খেলা চলে এসেছে হাতের কাছাকাছি। আর মাত্র কয়েক দিন বাকি। এই বিশ্বকাপ উপলক্ষে সবাই একটি ভাল ও বড় টিভি কিনতে চায়। কিন্তু বাজারে গিয়ে পরে গুলকধাধায়। এত টিভির ভিতর কোন টিভি কিনি, CRT(আগের বড় টিভি) LED (এখনকার চিকন টিভি ), Smart LED(যে টিভিতে Youtube Facebook চালানো যায়) । এরপর আবার বিভিন্ন কোম্পানিত আছেই। 

আগের বড় টিভি বা CRT টিভি এখন কেউ কিনে না বললেই চলে। কারণ এই টিভি বসানোর জন্য অনেক জায়গা লাগে, ওজন অনেক বেশি, এই টিভি থেকে ক্ষতিকারক রশ্মি বেরহয় যা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। এই টিভি ২১" এর উপরে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক বেশি। সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই টিভি বাদ দেয়া যেতেই পারে।

এবার আসি LED টিভি, ২০" থেকে শুরু করে ৫৫" পর্যন্ত সব খানে পাওয়া যায়। কোম্পানি ভেদে দাম ভেরি করে। LED টিভির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটি মডেল হল ৩২" যা সব থেকে বেশি চলে। 

Smart LED  টিভি এখন সব থেকে বেশি চলে বা লোকজন বেশি কেনে, কেননা এক এর ভিতর সব পাওয়া যাই একসাথে। এই টিভিতে টিভি দেখা ছাড়াও Android গেম খেলা, Android apps চালানো, জনপ্রিয় সোসাল অ্যাপ Facebook চালানো Youtube দেখা, এছাড়াও Router হিসাবে ব্যবহার করা, ঘরের সব স্মার্ট ডিভাস কে একসাথে সংযোগ করে কন্টোল করা যায় এই স্মার্ট টিভির মাধ্যমে। তাই বর্তমানে সবায় এই টিভি কেনার প্রতি আগ্রহ একটু বেশি।

WE326DH-S
বাজারে বিদেশি ব্র্যান্ডের অনেক ভাল ভাল টিভি রয়েছে যেমন SONY, SAMSUNG ইত্যাদি। তবে আমাদের দেশি ব্র্যান্ড গুলি এদের থেকে খুব বেশি পিছিয়া নেই। বিদেশি কোম্পানি গুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। দেশি ব্র্যান্ড গুলোর দাম একটু কম হওয়ায় সবার যুক দেশি পন্যের দিকে। 

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশি ব্র্যান্ড WALTON এর একটি Smart টিভির সাথে। ছবি দেখে হয়ত বুঝতে পারছেন এটি ৩২" স্মার্ট টিভি। এই টিভির পাঁচটি মডেল রয়েছে। মডেল গুলো হল 1.WE326DH-S 2.WE326CHS. 3.WE326CLS, 4.WE4-DH32-BX200, 5.WE4-DH32-BY200।
মডেল গুলো ডিভাইড করা হয়ছে শুধু স্ট্যান, ফন্ট ক্যাবিনেট এর কালার এর উপর ভিত্তি করে। প্যানেল এবং মাদার বোর্ড সব এক তাই এই সব টিভি গুলোর দাম টাও এক রাখা হয়ছে। এখন এই টিভির দাম দেওয়া আছে ২৫৯৯০। Smart টিভি কেনার ক্ষেত্রে সব থেকে যে বিষয় টি বেশি খেয়াল রাখতে হয় তা হল এই টিভির RAM and ROM। এই টিভির RAM যত বেশি হবে টিভি তত ফাস্ট হবে। ROM যত বেশি হবে তত বেশি ফাইল রাখা যাবে। এই টিভি গুলোর RAM 1GB এবং ROM 4GB। তবে ROM ব্যবহার করা যাবে মাত্র 1.1GB।  External হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন 2TB পর্যন্ত।

এই টিভির একটি জনপ্রিয় ফিচার হল EshareServer. Walton Smart টিভি কেনার সময় অবশয় EshareServer টি Active আছে কিনা তা দেখে নিবেন। EshareServer না থাকলে ঐ টিভির RAM 512MB। EshareServer হল Smart ফোনের মাধ্যমে Walton Smart টিভিকে কন্টোল করার একটি Software। এই ফিচারটি হল Walton Smart টিভির একটি জনপ্রিয় ফিচার। 

 Walton Smart টিভি সর্ম্পকে আরও বিস্তারিত জানতে এবং প্লাজা থেকে 8% ডিসকাউন্ট পেতে Visit করুন এবং SMS করুন Smart TV feature problem & solution

Thursday, 1 March 2018

Bioscope apps problem and solution

Bioscope অ্যাপ এর ফুল স্ক্রীন প্রব্লেম

CRT টিভি এখন আর কেউ কিনেনা বললেই চলে। সবাই এখন LED টিভির দিকে জুকছে। আর এই টিভি যদি হয় SMART TV তাহলে কোন কথায় নেই। এক এর ভিতর সব। টিভি দেখা Youtube চালানো Facebook চালানো, Game খেলা ইত্যাদি। 

SMART TV দিয়ে RF চ্যানেল দেখার প্রবনতা খুব কম। সবাই সাধারনত WiFi এর মাধ্যমে Bioscope বা Jagobd দিয়ে টিভি দেখে থাকে। Bioscope তাদের প্রথম যে ভার্সন দিয়েছিল তাতে খুব সুন্দর ভাবে walton smart টিভিতে চ্যানেল দেখা যেত। গত কয়েক দিন আগে তাদের নতুন যে ভার্সন আপডেট করে তা walton smart টিভির জন্য পারফেক্ট না। যার কারণে এখন যে সমস্যা টি দেখা দিয়েছে তা হল Bioscope প্লে হয় ঠিক কিন্তু Full screen করে দেখা যায় না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে কি করতে পারি তা অনেকে জানতে চেয়েছে আমার কাছে। তাদের জন্য আমি একটি সমধান নিয়ে হাজির হয়েছি।
Bioscope full screen problem

আপনি যদি আগের ভার্সন টি ব্যবহার করেন তাহলে এই সমস্যা টি আর হবে না। আগের ভার্সন টি হল v 1.0 থেকে v 1.0.8 পর্যন্ত walton smart টিভিতে আপনি ভালভাবে সব চ্যানেল দেখতে পারবেন. এখন কথা হল আপনি এই আগের ভার্সন টি কোথায় পাবেন। যারা Internet সম্পকে ভাল জানেন তারা হয়ত Download করে নিতে পারবেন। যারা না পারবেন তাদের জন্য নিচে একটি Download লিং দিয়ে দিলাম । install করে দেখেন আশা করি সমধান হয়ে যাবে।

এছাড়া আরেকটি উপায় হল UC Browser ব্যবহার করে সরাসরি Bioscope এর Web site থেকে আপনি সব চ্যানেল দেখতে পারেন। 

Bioscope v 1.0.8 Download করতে এখানে click করুন 
https://drive.google.com/open?id=1CIwOHo4heHTgASjPo4465r51dQVGJDT5


নতুন নতুন সমস্যা এবং এর সমধান পেতে সব সময় Smart TechBD এর সংঘে থাকুন।

Monday, 12 February 2018

How to install walton smart tv apps

Es File Explorer
আপনি অনেক সখের বসে একটি WALTON 32" SMART TV কিনছেন। আপনি হয়ত আগেই শুনছেন এই টিভি আন্ড্রয়েড ভার্সন। বাসায় নিয়ে আপ্স ইন্সটল করবেন মনের ইচ্ছামত। কিন্তু একি কান্ড apps for TV/ aptoide TV থেকে মনে ইচ্ছামত তেমন কোন অ্যাপই পেলাম না। আবার Google Playstore/ Apkpure ইন্সটল করব  ইন্সটল হয় না। পেনড্রাইভ থেকে ইন্সটল করব সেখানে অ্যাপ show করেনা। আপ্স যদি ইন্সটল না হয় আন্ড্রয়েড দিয়ে কি হবে। তাহলে কি টিভি কিনে ভুল করলাম।

আজকে আমি আপনাদের সামনে WALTON SMART TV এর একটি সমস্যা এবং এর সমধান নিয়ে হাজির হয়েছি। এই সমস্যা শুধু যারা WALTON SMART TV কিনছেন তাদের জন্য নয়, আরও অনেকের থাকতে পারে যারা SMART TV কিনেছেন। আমি আশা করি এই পদ্ধতি ব্যবহার করে তার সমধান পেতে পারেন।

আপনার যারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি সমধান নিয়ে হাজির। WALTON SMART TV তে WALTON যত ভাবে অ্যাপ ইন্সটল ব্লক করুক না কেন আমরা সেই ব্লক ছারিয়ে অ্যাপ ইন্সটল করব। তার জন্য প্রথমে আমরা apps for TV / aptoide থেকে ES File Explorer এই অ্যাপ ডাউনলোড করুন। এরপর Browser থেকে Google এ গিয়ে Apkpure লিখে সার্চ করুন এবং Apkpure ফাইলটি Download করুন। এখন ES File Explorer এ গিয়ে Internal storage>Download এ গিয়ে Apkpure অ্যাপটা ইন্সটল করে নিন। এখন Apkpure থেকে আপনি আপনার ইচ্ছা মত অ্যাপ ইন্সটল করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি Play store অ্যাপ ও Download করে নিতে পারেন। 
এই অ্যাপ দুটি Download করার জন্য নিচের  Download লিং থেকে Download করতে পারেন।

Apkpure
Es File Explorer অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন
Apkpure অ্যাপ Download করতে এখানে ক্লিক করুন

Monday, 29 January 2018

how to khow about WE4-MX43-SB100 model walton smart tv



ওয়াল্টন স্মার্ট টিভি  WE4-MX43-SB100

গ্রাহকের চাহিদা অনুযায়ী নিত্যনতুন মডেলের টেলিভিশন বাজারে আনছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির টেলিভিশন গবেষণা ও উন্নয়ন বিভাগের নিয়মিত গবেষণার মাধ্যমে তৈরি করা হয় এসব নতুন নতুন মডেল এর টিভি। 



স্মার্ট টিভি বর্তমান বিনোদনের অন্যতম একটা উপাদানে পরিনত হয়েছে। যেখানে স্যাটেলাইট চ্যনেলের পাশাপাশি রয়েছে ইন্টারনেট ব্যবহার করে আরও বিস্তারিত সুবিধা উপভোগ করার সক্ষমতা। বিভিন্ন টিভি ব্র্যান্ডের সাথে রয়েছে বিভিন্ন অপারেটিং সিস্টেম, যাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য গ্রহণযোগ্যতা পেয়েছে বিভিন্ন ব্যবহারকারিদের কাছে।
 
উপর থেকে দেখা

ওয়াল্টন বাণিজ্য মেলা উপলক্ষে একটি নতুন টিভি বাজারে নিয়ে এসেছে। যা হল 43” স্মার্ট টিভি। এই টিভির মডেল নাম্বার হল WE4-MX43-SB100। এটি স্মার্ট গ্রাহক এর কথা চিন্তা করে সুপার স্লিম করে তৈরি করা হইছে। যা ৯.৮ মিলিমিটার, এই টিভিতে ব্যবহার করা হয়চ্ছে ELED যা টিভিকে করেছে অনেক স্লিম। WE4-MX43-SB100 টিভিতে থকচ্ছে উচ্চ মানসম্পন্য সাউন্ড বার, যা আপনার টিভি দেখার আন্দকে আরও দিগুন করে দেবে। WE4-MX43-SB100 টিভির অপারেটিং সিস্টেম হচ্ছে 4.4.4  বা কিটক্যাট ভার্সন। 


রিমোট ছাড়াই WE4-MX43-SB100 ওয়ালটন স্মার্ট টিভির নিয়ন্ত্রণ করা যাবে গ্রাহকের হ্যান্ডসেটেই-শেয়ার অ্যাপসের মাধ্যমে। যেখান থেকে গ্রাহক তার সুবিধা মতো  রিমোর্ট, টাচ রিমোট, মাউস ও এয়ার মাউস- এই চারটি ভিন্ন ভিন্ন ফরমেটের রিমোট অপশন বেছে নেয়ার সুবিধা। এর মাধ্যমে গ্রাহক ঘরের যে কোনো প্রান্ত থেকেও (প্রায় ৩০ফিট) মুঠোফোনে নিয়ন্ত্রণ করতে পারবেন টিভির কনটেন্ট। চাইলেই পারবেন আপনার মোবাইল এর ছবি, অডিও গান, ভিডিও গান, PDF  বই টিভির সাথে শেয়ার করে দেকতে বা পড়তে।