Showing posts with label Youtube. Show all posts
Showing posts with label Youtube. Show all posts

Thursday, 28 June 2018

To know about walton smart tv W55E3000AS

 WALTON 55" Smart TV পরিচিতি


Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
W55E3000AS
আমরা প্রথমে জানব এই টিভির টেকনিক্যাল দিক গুলোঃ 
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.

Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে। 

Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out. 

Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে  Ethernet এবং Wifi. 

 Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium  এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে। 

বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.  

আরও বিস্তারিত জানতে Click করুন  Waltonbd

Wednesday, 28 February 2018

Smart tv youtube problem

স্মার্ট টিভি ইউটিউব প্রব্লেম

দেশ ডিজিটাল হইছে , যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চারপাশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের একটি রুপ হচ্ছে বর্তমান যুগের LED TV। LED টিভির আরেক রুপ হচ্ছে SMART LED TV। SMART LED টিভি হচ্ছে সেই টিভি যাতে আপনি RF ক্যাবল এর মাধ্যমে ডিসের সব চ্যানেল দেখতে পারেন, Ethernet ক্যাবল বা WiFi এর মাধ্যমে Facebook, YouTube চালাতে পারেন। এই টিভিতে আপনি Android মোবাইল এর বেশীর ভাগ সুবিধা গুলি পাবেন তবে সব সুবিধা পাবেন না। অনেক অ্যাপ আছে যে গুলি শুধু মোবাইল স্ক্রীন এর কথা চিন্তা করে তৈরী করা হয়।  আবার অনেক অ্যাপ আছে যে গুলো RAM সাইজ এর উপর নির্ভর করে। এই সব বিষয় চিন্তা করে এটা বলা যায় যে আপনার টিভিটি Android টিভি বলা হলেও Android এর সব সুবিধা আপনি পাবেন না। আজকে আমি তেমনি একটি প্রব্লেম নিয়ে কথা বলব আর সেটা হল YouTube প্রব্লেম।
YouTube

Smart TechBD
SMART TV এখন সকল টিভি কম্পোনি তৈরী করে থাকে। তাদের মধ্য নাম করা ব্র্যান্ড গুলো হল Sony, Samsung, Singer, Toshiba, TCL এই কোম্পানি গুলো। আমাদের দেশী ব্র্যান্ড গুলোর মধ্য রয়েছে Walton, Vision, Minister, Boss, Jamuna ইত্যাদি। তবে দেশি বলেন বা বিদেশি বলেন সকল টিভির সুবিধা একই। শুধু মাত্র UI টা পরিবর্তন। 

এই সকল SMART TV তে যে YouTube ইন্সটল করা থাকে তার প্রধান অসুবিধা হল আপনি চাইলেও Sign in করতে পারবেন না। আর Sign in যদি না করতে পারেন তাহলে আপনি Resolution পরিবর্তন করতে পারবেন না। কোন ভিডিও Like বা Dislike করতে পারবেন না, বা কোন চ্যানেল Subscribe করে রাখতে পারবেন না। সবথেকে বড় অসুবিধা হল আপনি কোন ভিডিও দেখতেছেন, সেই সময় কোন কারনে আপনার টিভিটি বা YouTube টি বন্দ করতে হইছ, আবার আগের ভিডিওটি দেখতে চান সেটি আর খুজে পাবেন না। মানে হল History জমা থাকে না। আপনাকে আবার Search অপশন থেকে খুজে বের করে তারপর দেখতে হবে যা একটি বিরক্তির বিষয়। তা হলে এর কি কোন সমধান নেই।

এই সমস্যা থেকে সমধান পেতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে তা হল Update version এর YouTube ইন্সটল করতে হবে। Update version বলতে v.1.3.11 ভার্সন। এই YouTube থেকে আপনি Sign in, Like, Dislike সব করতে পারবেন। তবে 4K ভিডিও দেখতে পারবেন না। Software টি নিচের লিং থেকে Download করতে পারেন।

Update version YouTube