Bioscope অ্যাপ এর ফুল স্ক্রীন প্রব্লেম
CRT টিভি এখন আর কেউ কিনেনা বললেই চলে। সবাই এখন LED টিভির দিকে জুকছে। আর এই টিভি যদি হয় SMART TV তাহলে কোন কথায় নেই। এক এর ভিতর সব। টিভি দেখা Youtube চালানো Facebook চালানো, Game খেলা ইত্যাদি।
SMART TV দিয়ে RF চ্যানেল দেখার প্রবনতা খুব কম। সবাই সাধারনত WiFi এর মাধ্যমে Bioscope বা Jagobd দিয়ে টিভি দেখে থাকে। Bioscope তাদের প্রথম যে ভার্সন দিয়েছিল তাতে খুব সুন্দর ভাবে walton smart টিভিতে চ্যানেল দেখা যেত। গত কয়েক দিন আগে তাদের নতুন যে ভার্সন আপডেট করে তা walton smart টিভির জন্য পারফেক্ট না। যার কারণে এখন যে সমস্যা টি দেখা দিয়েছে তা হল Bioscope প্লে হয় ঠিক কিন্তু Full screen করে দেখা যায় না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে কি করতে পারি তা অনেকে জানতে চেয়েছে আমার কাছে। তাদের জন্য আমি একটি সমধান নিয়ে হাজির হয়েছি।
Bioscope full screen problem |
আপনি যদি আগের ভার্সন টি ব্যবহার করেন তাহলে এই সমস্যা টি আর হবে না। আগের ভার্সন টি হল v 1.0 থেকে v 1.0.8 পর্যন্ত walton smart টিভিতে আপনি ভালভাবে সব চ্যানেল দেখতে পারবেন. এখন কথা হল আপনি এই আগের ভার্সন টি কোথায় পাবেন। যারা Internet সম্পকে ভাল জানেন তারা হয়ত Download করে নিতে পারবেন। যারা না পারবেন তাদের জন্য নিচে একটি Download লিং দিয়ে দিলাম । install করে দেখেন আশা করি সমধান হয়ে যাবে।
এছাড়া আরেকটি উপায় হল UC Browser ব্যবহার করে সরাসরি Bioscope এর Web site থেকে আপনি সব চ্যানেল দেখতে পারেন।
এছাড়া আরেকটি উপায় হল UC Browser ব্যবহার করে সরাসরি Bioscope এর Web site থেকে আপনি সব চ্যানেল দেখতে পারেন।
Bioscope v 1.0.8 Download করতে এখানে click করুন
নতুন নতুন সমস্যা এবং এর সমধান পেতে সব সময় Smart TechBD এর সংঘে থাকুন।
It say Content are not available
ReplyDeleteআমার বায়োস্কোপ প্যাক ১০ জিবি থাকা সত্তেও আমার রেগুলার এমবি কাটতেছে, এই সমস্যার সমাধান কি?
ReplyDelete