Thursday, 28 June 2018

To know about walton smart tv W55E3000AS

 WALTON 55" Smart TV পরিচিতি


Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
W55E3000AS
আমরা প্রথমে জানব এই টিভির টেকনিক্যাল দিক গুলোঃ 
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.

Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে। 

Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out. 

Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে  Ethernet এবং Wifi. 

 Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium  এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে। 

বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.  

আরও বিস্তারিত জানতে Click করুন  Waltonbd

Tuesday, 12 June 2018

Which model tv will buy??

কোন মডেল এর টিভি কিনব??


বিশ্বকাপ খেলা চলে এসেছে হাতের কাছাকাছি। আর মাত্র কয়েক দিন বাকি। এই বিশ্বকাপ উপলক্ষে সবাই একটি ভাল ও বড় টিভি কিনতে চায়। কিন্তু বাজারে গিয়ে পরে গুলকধাধায়। এত টিভির ভিতর কোন টিভি কিনি, CRT(আগের বড় টিভি) LED (এখনকার চিকন টিভি ), Smart LED(যে টিভিতে Youtube Facebook চালানো যায়) । এরপর আবার বিভিন্ন কোম্পানিত আছেই। 

আগের বড় টিভি বা CRT টিভি এখন কেউ কিনে না বললেই চলে। কারণ এই টিভি বসানোর জন্য অনেক জায়গা লাগে, ওজন অনেক বেশি, এই টিভি থেকে ক্ষতিকারক রশ্মি বেরহয় যা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। এই টিভি ২১" এর উপরে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক বেশি। সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই টিভি বাদ দেয়া যেতেই পারে।

এবার আসি LED টিভি, ২০" থেকে শুরু করে ৫৫" পর্যন্ত সব খানে পাওয়া যায়। কোম্পানি ভেদে দাম ভেরি করে। LED টিভির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটি মডেল হল ৩২" যা সব থেকে বেশি চলে। 

Smart LED  টিভি এখন সব থেকে বেশি চলে বা লোকজন বেশি কেনে, কেননা এক এর ভিতর সব পাওয়া যাই একসাথে। এই টিভিতে টিভি দেখা ছাড়াও Android গেম খেলা, Android apps চালানো, জনপ্রিয় সোসাল অ্যাপ Facebook চালানো Youtube দেখা, এছাড়াও Router হিসাবে ব্যবহার করা, ঘরের সব স্মার্ট ডিভাস কে একসাথে সংযোগ করে কন্টোল করা যায় এই স্মার্ট টিভির মাধ্যমে। তাই বর্তমানে সবায় এই টিভি কেনার প্রতি আগ্রহ একটু বেশি।

WE326DH-S
বাজারে বিদেশি ব্র্যান্ডের অনেক ভাল ভাল টিভি রয়েছে যেমন SONY, SAMSUNG ইত্যাদি। তবে আমাদের দেশি ব্র্যান্ড গুলি এদের থেকে খুব বেশি পিছিয়া নেই। বিদেশি কোম্পানি গুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। দেশি ব্র্যান্ড গুলোর দাম একটু কম হওয়ায় সবার যুক দেশি পন্যের দিকে। 

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশি ব্র্যান্ড WALTON এর একটি Smart টিভির সাথে। ছবি দেখে হয়ত বুঝতে পারছেন এটি ৩২" স্মার্ট টিভি। এই টিভির পাঁচটি মডেল রয়েছে। মডেল গুলো হল 1.WE326DH-S 2.WE326CHS. 3.WE326CLS, 4.WE4-DH32-BX200, 5.WE4-DH32-BY200।
মডেল গুলো ডিভাইড করা হয়ছে শুধু স্ট্যান, ফন্ট ক্যাবিনেট এর কালার এর উপর ভিত্তি করে। প্যানেল এবং মাদার বোর্ড সব এক তাই এই সব টিভি গুলোর দাম টাও এক রাখা হয়ছে। এখন এই টিভির দাম দেওয়া আছে ২৫৯৯০। Smart টিভি কেনার ক্ষেত্রে সব থেকে যে বিষয় টি বেশি খেয়াল রাখতে হয় তা হল এই টিভির RAM and ROM। এই টিভির RAM যত বেশি হবে টিভি তত ফাস্ট হবে। ROM যত বেশি হবে তত বেশি ফাইল রাখা যাবে। এই টিভি গুলোর RAM 1GB এবং ROM 4GB। তবে ROM ব্যবহার করা যাবে মাত্র 1.1GB।  External হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন 2TB পর্যন্ত।

এই টিভির একটি জনপ্রিয় ফিচার হল EshareServer. Walton Smart টিভি কেনার সময় অবশয় EshareServer টি Active আছে কিনা তা দেখে নিবেন। EshareServer না থাকলে ঐ টিভির RAM 512MB। EshareServer হল Smart ফোনের মাধ্যমে Walton Smart টিভিকে কন্টোল করার একটি Software। এই ফিচারটি হল Walton Smart টিভির একটি জনপ্রিয় ফিচার। 

 Walton Smart টিভি সর্ম্পকে আরও বিস্তারিত জানতে এবং প্লাজা থেকে 8% ডিসকাউন্ট পেতে Visit করুন এবং SMS করুন Smart TV feature problem & solution

Saturday, 21 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-2

ওয়াল্টান স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



আগের অংশে আপনাদের বলেছিলাম সাইড এ যে ইন্টারফেচ আছে সেই ইন্টারফেচ গুলোর কথা। আজ আপনাদের বলব ডাউন ইন্টারফেচ বা নিচের ইন্টারফেচ এর কথা। এক্ষেত্রে যে কথাটি মনে রাখতে হবে তা হল ৩২" Walton Smart এর  ELED সিরিজের যে টিভি গুলো আছে সেগুলো সব টিভিতে এই ইন্টারফেচ গুলো আছে। নিচে তার একটি ছবি দেয়া হল।

ANTENNA IN : Antenna in মানে Radio Frequency in.  এই পোর্ট এর কাজ আমরা সবাই জানি, তারপর ও আমি আরেক বার বলছি। আমাদের সবথেকে বেশি ব্যবহারিত পোর্ট হল এটি। এই পোর্ট এর মাধ্যমে আমরা এন্টেনা সংযোগ করে থাকি। তবে এখন যেহেতু এন্টেনার যুগ আর নেই এই পোর্ট এ এখন ডিস এর ক্যাবল সংযোগ করা হয়। যদি কারও ডিস সংযোগ না থাকে সে এন্টেনা ব্যবহার করে TV দেখতে পারবেন।






HDMI: HDMI মানে হল High- Definition Multimedia Interface. এই পোর্ট এর মাধ্যমে আপনার এই টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন।  এছারা বর্তমানে যে সেট টপ বক্স পাওয়া যায় সব HDMI ক্যাবল দিয়ে সংযোগ দিতে হয়।  এখন বেশির ভাগ DVD প্লেয়ার গুলো HDMI কেব্‌ল দিয়ে সংযোগ দিতে হয়। এখানে দুইটি HDMI পোর্ট রয়েছে।





PC IN: এই পোর্ট এর মাধ্যমে আপনি আপনার টিভিকে কম্পিউটার এর মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং কোন প্রকার এক্সটারনাল সাউন্ড বক্স সারা আপনি টিভিতে সাউন্ড শুনতে পাড়বেন এই অডিও পোর্ট এর মাধ্যমে।





LINE OUT: এই পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সটারনাল সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন। সেক্ষেরে আপনাকে LINE L OUT এবং LINE R OUT অপশন টি ব্যবহার করতে হবে। যদি আপনার coaxial আউটপোট সাউন্ড বক্স থাকে তাহলে আপনি এই পোর্ট ব্যবহার করতে পারেন। যদি হেডফোন এর মাধ্যমে শুনতে চান তাহলে আপনাকে একটি কনর্ভাটার ব্যবহার করতে হবে। যা আমার আগের পর্বে বলা হয়ছে। দেখেনিতে পারেন।







LAN IN: LAN মানে Local Area Network. এই পোর্ট এর মাধ্যমে আপনি  Local Area Network এর সাথে সংযোক্ত হতে পারবেন।  LAN ক্যবল সংযোগ করে টিভিকে আপনি একটি Router হিসেবে ব্যবহার করতে পারবেন।




Thursday, 19 April 2018

How to know about WE326DHS walton smart tv interface part-1

ওয়াল্টন স্মার্ট টিভির ইন্টারফেচ গুলোর সাথে পরিচিত হই



শখের বসে অনেকে স্মার্ট টিভি কিনেন বা অনেক সুবিধার কথা শুনে স্মার্ট টিভি কিনেন। কিন্তু বাড়ি আনার পর সেই শুবিধা গুলো আর ব্যবহার করতে পারেন না। কারণ এই শুবিধা গুলো কিভাবে ব্যবহার করতে হয় তাই অনেকে জানেন না। আমি আজ থেকে ধারাবাহিক ভাবে সেই সুবিধা গুলো কিভাবে ব্যবহার করবেন তার বর্ননা দেব। এরই ধারাবাহিকতাই আজ ওয়াল্টন স্মার্ট টিভির কিছু ইন্টারফেচ এর সাথে পরিচিতি এবং তাদের ব্যবহার জানাব। ৩২" ওয়াল্টান স্মার্ট টিভির রয়েছে অনেক গুলো মডেল। সব গুলো মডেল এ রয়েছে একই ইন্টারফেচ।
Left side Interface
USB: এখানে প্রথমে রয়েছে তিনটি USB পোর্ট। এই সব গুলো পোর্ট USB.2 । যদিও এদের ভিন্ন ভিন্ন কালার রয়েছে। আপনি চাইলে এই পোর্ট এর মাধ্যমে যে কোন USB চালাতে পারবেন। মোবাইল চার্জ দিতে পারবেন। ডিজিটাল ক্যামেরা থেকে ছবি দেকতে পারবেন। তবে কোন প্রকার মডেম চালাতে পারবেন না। মডেম কোন টিভিতে সাপোর্ট করেনা। SONY বা SAMSUNG টিভিতেও না।



COMPONENT IN: এখানে রয়েছে তিনটি পোর্ট। লাল, নীল এবং সবুজ কালারের। তিনটি পোর্ট তিনটি কালারের জন্য। আপনাদের DVD প্লেয়ার এর পেছনে দেকবেন এই তিন কালারের পোর্ট রয়েছে। কালার মত ক্যাবল না লাগালে ছবির কালার ঠিক আসবে না। এবং সাউন্ড এর জন্য LEFT RIGHT দুইটি পোর্ট ব্যবহার করতে হবে। সব মিলিয়ে এই পোর্ট এর মাধ্যমে ছবি দেখতে পাঁচটি 3*3 AV ক্যাবল লাগবে। এই ক্যাবল এর ছবি নিচে দেওয়া হল।








AV IN: এখানে রয়েছে তিনটি পোর্ট যার একটি ভিডিও আর দুইটি সাউন্ড এর জন্য। তবে এই পোর্ট এর মাধ্যমে কোন সাউন্ড আউট হবে না। সুধু সাউন্ড ইনপোর্ট হবে। কালার মিলিয়ে টিভিতে এবং DVD প্লেয়ার এর সাথে লাগালেই হবে।




আজ তাহলে এই পর্যন্ত পরবতী পবে আরও ইন্টারফেচ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন।

Sunday, 25 March 2018

What will happen if your tv screen is reverse

Recovery দেয়ার পর কি টিভি উল্টা হয়ে গেছে??



আজকে আমি ওয়াল্টন স্মার্ট টিভির একটি প্রব্লেম নিয়ে আলোচনা করব। স্মার্ট টিভি অনেকটা স্মার্ট মোবাইল এর মতই। স্মার্ট টিভির অ্যাপ চালানো নির্ভর করে RAM এর উপর। RAM কম হলে মোবাইল এ যে যে সমস্যা হয়। টিভির ক্ষেত্রে সেই একই সমস্যা দেখা দেয়। যেমন Hang করে, Slow হয়ে যায়, ভাল ভাবে কাজ করতে চাই না। তখন আমার মোবাইল এর ক্ষেত্রে যেমন RAM ক্লিন করি তেমনি টিভির ক্ষেত্রে Clean করতে হয়। আর যখন RAM Clean করে কাজ না হয় তখন আমরা অন্য অন্য উপায় অবলম্বন করি।

Walton smart TV
যখন কোন উপায় কাজ না হয় তখন Reset বা Recovery দেই। কিন্তু Reset বা Recovery দিলে যদি উপরের মত সব কিছু উল্টে যায় তাহলে কি করবেন। এই প্রব্লেমটি Walton smart TV এর ক্ষেত্রে রয়েছে। WE326DHS মডেল এর অনেক টিভি Recovery দিলে Picture উল্টে যায়। এটি বড় কোন সমস্যা না, এই প্রব্লেম টি ঠিক করা যায়। এই প্রব্লেম টি হওয়ার প্রধান কারন হল Software mismatch. 

এই সমস্যা টি সমধান করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে Factory menu তে। সেখান থেকে  Panel setting এর পর Panel Mirror থেকে None/ Up Down Mirror Left সিলেক্ট করে স্ক্রীন ঠিক করা যায়।




যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি Service Center কে জানাতে পারেন। তানাহলে আপনি নিজে ঠিক করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোন প্রব্লেম নিয়ে। ভাল থাকবেন সবাই আল্লাহ্‌ হাফেজ...।।

Saturday, 24 March 2018

How to stop add from your mobile (only rood user)

মোবাইল এর বিরক্তিকর অ্যাড কিভাবে সরাবেন



মোবাইল এ বিরক্তিকর অ্যাড নিয়ে বিরক্ত নয় এমন লোক খুব কম ঐ আছে। তবে যারা নেট ইউজ না করেন তাদের কথা আলাদা। আর যারা Imo, viber, massanger ব্যবহার করেন তারা এর ভুক্তভুগি। Dictionary পর্যন্ত এই লিস্ট থেকে বাদ পরেনি। তবে একটি কথা বলা বাহুল্য যে আমরা যদি কোন অ্যাপ ব্যবহার করি তা থেকে অ্যাপ তৈরী কারি কোন টাকা পাননা। অ্যাপ এর মধ্য যে অ্যাড দেয়া হয় সেখান থেকে অ্যাপ তৈরী কারি টাকা পান। এই জন্য প্রায় সব অ্যাপ এ অ্যাড দেয়া হয়। কিন্তু আমাদের কাছে সেই অ্যাড গুলো হয়ে ওঠে বিরক্তিকর। আজকে আমরা দেখব মোবাইল থেকে সেই অ্যাড গুলোকে কিভাবে সরাতে পারি। এই অ্যাড সরাতে গেলে আপনার মোবাইল টি অবশয় রুট করা থাকতে হবে। 

 রুট কি??
সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায় যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে (অবশ্যই কেবল সেই কম্পিউটার, ডিভাইস বা সার্ভারে!)। রুট হচ্ছে একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না (যেগুলো সাধারণত সি ড্রাইভে থাকে)। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করা যায় না। যিনি লিনাক্স-চালিত কম্পিউটার বা সার্ভারে যা ইচ্ছে তাই করতে পারেন অথবা যার সব কিছু করার অনুমতি রয়েছে, তাকেই রুট ইউজার বলা হয়। অনেক সময় একে সুপারইউজার বলেও সম্বোধন করা হয়ে থাকে।

শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সরাসরি রুট বলেই সেই ব্যবহারকারীকে সম্বোধন করা হয়। অর্থাৎ, আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের আপনি যদি রুট অ্যাক্সেস প্রাপ্ত ব্যবহারকারী হন, তাহলে আপনি রুট।

রুট করার সুবিধা

পারফরমেন্স বাড়ানোঃ বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।

ওভারক্লকিং করাঃ সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো। এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।

আন্ডারক্লকিং করাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।

কাস্টম ইউআই: আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে। তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।

কাস্টম রম: ইন্সটল করার সুবিধা। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন। বাইরে থেকে অবশ্যই এর ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও আসবে আমূল পরিবর্তন।
 
রুট করার অসুবিধা

ওয়ারেন্টি হারানোঃ ডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই রুট করার আগে সাবধান। অবশ্য অনেক সেট আবার আনরুট করা যায়। আর সেট আনরুট করা হলে তা সার্ভিস সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।
ফোন ব্রিক করাঃ  ব্রিক অর্থ ইট। আর ফোন ব্রিক মানে আপনার ডিভাইসকে ইটে রূপান্তরিত করা। অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো। রুট করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক-সেদিক হলেই ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে। আপনার ফোনের প্রস্তুতকারক কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়। রুট করার মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন।

আপনার ফোন রুট করার জন্য প্লে ষ্টোর এ অনেক অ্যাপ পাবেন সেখান থেকে আপ Download করে ফোন কে রুট করুন। এর পর AdAway ব্যবহার করেন দেখবেন সব অ্যাড বন্দ হয়ে গেছে। এখানে আরেকটি অসুবিধা হল আপনি যদি PTC সাইট ব্যবহার করেন সেখানে কিন্তু আর অ্যাড দেবে না। 
 AdAway Download করার জন্য নিচের লিং এ ক্লিক করুন...
https://drive.google.com/open?id=1iOiZunmMe7toBrYpz9xmSH9AddqlgoOi
Download

Monday, 5 March 2018

How to save electricity bill in your shop / home part 2

প্রতিমাসে ২৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ সেভ করুন Electricity Bill Saver ব্যবহার করে  (পর্ব-২)

আজ আমি আপনাদের Power saver নিয়ে কিছু কথা বলব।  Power saver কেনার আগে আপনাকে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হল, 
১. কোন প্রকার টেষ্ট রিপোট ছাড়া কোন প্রকার Power saver কিনবেন না।
২. এমন কোন Power saver সিলেক্ট করবেন না যাতে কোন Lightning Surge Protector না আছে। 
৩. ওজনে ভারী এবং দেখতে অনেক বড় এমন কোন প্রকার Power saver সিলেক্ট করবেন না।
৪. এমন কোন কাভার এর  Power saver সিলেক্ট করবেন না যা বেশী তাপমাত্রার স্থানে কাজ করতে পারে না। 
 
Power Saver

উপরের ছবি দেখে অনেকে বুজতেছেন ঘটনা কি, যারা না বুজতেছেন তাদের জন্য আমি বলি। প্রথম ছবিতে Power saver OFF করে  মিটার রিডিং দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে Power saver ON করে মিটার রিডিং দেখানো হয়েছে।

 আমাদের Power saver এর সুবিধা বা বৈশিষ্ট সুমহঃ
১. ২৫% পর্যন্ত ইলেক্টিসিটি সেভ করে।
২.  ইনপুট ভোল্টেজ কে স্থির রাখে
৩. শুধু লাগালেই হয়, এক ফেজের জন্য নতুন কোন ওয়ারিং এর প্রয়োজন হয় না।
৪. বিল্ট ইন ভাবে lightning surge protector লাগানো আছে।
৫. এটি দক্ষতা এবং power factor কে বাড়িয়ে দেয়।
৬. কোন প্রকার মেন্টেন্যন্স খরচ নেই, সহজে ব্যবহার করা যায়।
৭. সেফটি স্ট্যান্ডার্ড সম্বলিত।
৮. ইন্সুলেটিং ম্যাটেরিয়াল দারা বাহিরের কভার তৈরী যা দেবে বাড়তি নিরাপত্তা।

বাজারে আপনি হয়ত অনেক সস্তা দামের চায়না প্রডাক্ট পেয়ে যাবেন। তবে ভাল জিনিস কিনতে হলে একটু বেশি খরচ করতে হবে। এই ডিভাইস টি Made in Malaysia. এটি MALAYSIA - SIRIM QAS PERFORMANCE TEST (Test Report No. 2007EL0385)দারা পরিক্ষীত। 

Power saver ব্যবহার করে যে বিদ্যুৎ বিল কমে তার একটি নমুনা দেখানো হল নিচে...। এখান থেকে দেখা যাচ্ছে Power saver ব্যবহার করার আগে রিয়েল পাওয়ার ৯৯W তখন Power saver ব্যবহার করে ৬০W এ চলে আসেছে।
Performance Test Report
 আরও ভালভাবে বোঝার জন্য একটি ভিডিও দেয়া হল...

Order এর জন্য Call করুন...01869617821