WALTON 55" Smart TV পরিচিতি
Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.
Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে।
Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out.
Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে Ethernet এবং Wifi.
Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে।
বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.